Advertisement
Advertisement
Manu Bhaker

পদকের দৌড় অব্যাহত, এশিয়ান চ্যাম্পিয়নশিপের ১০ মিটারে সাফল্য মনু ভাকেরের

গতবছর অলিম্পিকে জোড়া ব্রোঞ্জ জেতার পর থেকে দারুণ ছন্দে আছেন মনু।

Manu Bhaker continues consistent run, wins 10m bronze in Asian Championships

মনু ভাকের। ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:August 19, 2025 5:21 pm
  • Updated:August 19, 2025 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুরন্ত ফর্ম অব্যাহত মনু ভাকেরের। কাজাকাস্থানে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন তিনি। এবারের এশিয়ান শুটিং টুর্নামেন্টে যা ভারতের নবম মেডেল। উল্লেখ্য, ১৪৪ বছরের ইতিহাস ভেঙে প্রথম ভারতীয় হিসেবে একটি অলিম্পিকে দুটি মেডেল জিতেছিলেন মনু।

Advertisement

মনুর ইভেন্টে তাঁর ভারতীয় সতীর্থ সুরুচি সিং ও পলক ফাইনালে উঠতে পারেননি। কিন্তু লক্ষ্যভেদ করতে ভুল করেননি মনু। যদিও চিনের কিয়াঙ্কে মা ২৪৩.২ স্কোর করে সোনা জেতেন। অন্যদিকে রুপো জেতেন কোরিয়ার জিন ইয়াং। মনু থামেন ২১৯.৭ পয়েন্টে। এর আগে যোগ্যতা অর্জন পর্বে ৫৮৪ পয়েন্ট নিয়ে ফাইনালে প্রবেশ করেছিলেন মনু। সুরুচি ৫৭৪ পয়েন্টে ১২তম স্থানে শেষ করেন। পলক ৫৭৩ পয়েন্টে ১৭তম স্থানে শেষ করেন। দলগত ক্ষেত্রে মনু, সুরুচি ও পলক ১৭৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেন।

গতবছর অলিম্পিকে জোড়া ব্রোঞ্জ জেতার পর থেকে দারুণ ছন্দে আছেন মনু। চলতি বছরের এপ্রিলে লিমা লিগে ১০ মিটার এয়ার পিস্তলে রুপো জিতেছিলেন তিনি। তবে জুন মাসে ২৫ মিটার পিস্তল ইভেন্টে মিউনিখ বিশ্বকাপে ষষ্ঠস্থানে শেষ করেন মনু।

অন্যদিকে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের প্রথম দিনে ভারতের পুরুষ দল রুপো জিতেছে। অনমোল জৈন (৫৮০), আদিত্য মালরা (৫৭৯) ও এশিয়ান গেমসে সোনাজয়ী সৌরভ চৌধুরী (৫৭৬) মিলিতভাবে ১৭৩৫ স্কোর করে চিনের (১৭৪৪) ঠিক পিছনে শেষ করে। যদিও ব্যক্তিগত ইভেন্টে ফাইনালে উঠেও সপ্তম স্থানে শেষ করেন আনমোল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement