সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও এক অলিম্পিয়ান পেতে চলেছে বাংলা! প্যারিস অলিম্পিকের (Paris Olympics) কোটা জোগাড় করে ফেললেন বৈদ্যবাটির শ্যুটার মেহুলি ঘোষ। শনিবার বাকুতে শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ ব্রোঞ্জ পদক জিতেছেন মেহুলি। সেই সঙ্গে নিশ্চিত করে ফেলেছেন প্যারিস অলিম্পিকের কোটা।
বাকুতে অনুষ্ঠিত শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার রাইফেলস প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন বাংলার মেয়ে। ফাইনালে ২২৯.৮ পয়েন্ট পেয়েছেন মেহুলি। চিনের দুই প্রতিযোগী জিয়াউ হান এবং ঝিলিন ওয়াংয়ের পর তৃতীয় স্থান অর্থাৎ ব্রোঞ্জ পদক পেয়েছেন তিনি। সেই সঙ্গে নিশ্চিত হয়ে গিয়েছে প্যারিস অলিম্পিকে খেলা।
ভারতীয় শুটিংয়ের আকাশে অন্যতম উজ্জ্বলতম নক্ষত্র মেহুলি ঘোষ। তবে বেশ কিছুদিন ভাল ফর্মে ছিলেন না। এমনকী জাতীয় শুটিং দল থেকেই একটা সময় বাদ পড়ে গিয়েছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপকেই কামব্যাকের মঞ্চ হিসাবে টার্গেট করেন তিনি। জাতীয় স্তরের টুর্নামেন্টে মে মাসের শেষেই পদকের হ্যাটট্রিক করেছেন বঙ্গকন্যা। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে তিনটি পদক জিতেছিলেন মেহুলি। যার মধ্যে জোড়া স্বর্ণপদকও ছিল। একটি ব্রোঞ্জ পদকও জিতে নিয়েছিলেন মেহুলি (Mehuli Ghosh)।
তারপরই এশিয়ান গেমস (Asian Games) এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের দলে ডাকা হয় তাঁকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেই সুযোগ কাজে লাগাতে পেরে স্বভাবতই খুশি মেহুলি। তিনি বলছেন,”আশা করি আগামী দিনে আরও মেডেল জিতিয়ে সকলকে গর্বিত করতে পারব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.