সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনে পরিণত হল জাতীয় ক্রীড়া বিল। সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় ক্রীড়া বিলে সই করার পরই আনুষ্ঠানিকভাবে তা আইনে পরিণত হয়। উল্লেখ্য, একসপ্তাহ আগে লোকসভায় পাশ হয় এই বিল।
কেন্দ্রীয় সরকারের এক গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নিম্নলিখিত সংসদীয় আইনটি ১৮ আগস্ট, ২০২৫ তারিখে রাষ্ট্রপতির সম্মতি পেয়েছে এবং জাতীয় ক্রীড়া আইন, ২০২৫-এর সাধারণ তথ্য প্রকাশিত হল।’ দীর্ঘদিন ধরেই ক্রীড়া বিল নিয়ে চর্চা ছিল। গত ২৩ জুলাই, তা লোকসভায় প্রথম পেশ করা হয়। পরে ১১ আগস্ট তা লোকসভায় পাশ হয়। ঘণ্টা দুয়েকের আলোচনার পর রাজ্যসভাতেও বিলটি পাশ হয়। অবশেষে তা আইনে পরিণত হল।
ক্রীড়া আইনে ভারতীয় ক্রীড়া পরিকাঠামোয় অসংখ্য গুরুত্বপূর্ণ বদল আনা হচ্ছে। সেখানে যেমন অ্যাথলিটদের ভোটাধিকার বাধ্যতামূলক করা হচ্ছে, তেমনই আরও বেশি করে অগ্রাধিকার দেওয়া হচ্ছে মহিলাদের। পাশাপাশি মহিলা অ্যাথলিটদের সুরক্ষার উপরেও জোর দেওয়া হচ্ছে বিলে। গঠন করা হচ্ছে অ্যাপিলেট স্পোর্টস ট্রাইবুনাল। যেখানে নিষ্পত্তি হবে সমস্ত ক্রীড়া সম্পর্কিত মামলার। এর সঙ্গে ভারতীয় অলিম্পিক সংস্থার হাতেও আর ক্রীড়া সংস্থা নিয়ন্ত্রণ হাতে থাকবে না, তা চলে যাবে স্পোর্টস বোর্ডের কাছে।
বিসিসিআইয়ের ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম-সহ ক্রীড়া আইন প্রয়োগ হবে। বিসিসিআইয়ের মতো স্বায়ত্বশাসিত সংস্থা প্রথম থেকেই ক্রীড়া বিলের অধীনে আসতে রাজি ছিল না। কারণ, আর্থিকভাবে তারা কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল নয়। যদিও ক্রীড়া বিলের অধীনে বিসিসিআইও থাকছে। তবে তাদেরকে আরটিআইয়ের অধীনে পড়তে হবে না। তা ছাড়া ভারতীয় বোর্ডের পদাধিকারী হওয়ার রাস্তা তুলনায় সহজতর হয়েছে কিছু সংশোধনের ফলে। লোকসভায় বিল পাশ করার সময় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য একে ব্যাখ্যা করেছিলেন, “স্বাধীনতার পর ভারতীয় ক্রীড়ার ইতিহাসে একক বৃহত্তম সংস্কার” বলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.