Advertisement
Advertisement
World Para Athletics

শেষদিনে রুপো নভদীপ-সিমরানের, বিশ্ব প্যারা অ্যাথলেটিকসে সর্বকালীন নজির ভারতের

এই প্রথমবার ভারতের মাটিতে প্যারা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল।

Navdeep Singh roars as India finish with record medal haul in World Para Athletics
Published by: Arpan Das
  • Posted:October 6, 2025 10:25 am
  • Updated:October 6, 2025 10:25 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব প্যারা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে নয়া নজির ভারতীয় দলের। প্রতিযোগিতার শেষ দিন অর্থাৎ রবিবার রুপো জেতেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নভদীপ সিং, সিমরান শর্মারা। এই প্রথমবার ভারতের মাটিতে প্যারা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল। আর সেখানে ভারতের ঝুলিতে রেকর্ড ২২টি মেডেল। এর আগে প্যারা অ্যাথলেটিকসে এত পদক পায়নি ভারত। তবে শেষ করেছে দশম স্থানে।

Advertisement

রবিবার লড়াইয়ে নেমেছিলেন নভদীপ। প্যারিস প্যারা অলিম্পিকে স্বর্ণপদক জেতার পর তাঁর দিকেই নজর ছিল ক্রীড়াভক্তদের। প্যারিসে তিনি এফ৪১ বিভাগের জ্যাভলিন প্রতিযোগিতায় ৪৭.৩২ মিটার ছুড়েছিলেন। এখানে অবশ্য সেটা করতে পারলেন না। কিন্তু তাতেও সমর্থকদের হতাশ করেননি। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে তিনি সর্বোচ্চ ছোড়েন ৪৫.৪৬ মিটার। তৃতীয় থ্রোতে এই তিনি দূরত্ব অতিক্রম করেন। এই মরশুমে এটাই নভদীপের সেরা হলেও তা ইরানের সাদেঘ বেইত সায়াহকে হারানোর জন্য যথেষ্ট ছিল না। ফলে ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল।

শেষদিনে পদক জিতেছেন সিমরান শর্মা, প্রীতি পাল, সন্দীপরাও। টি১২ বিভাগে ২০০ মিটার দৌড়ে রুপো পান সিমরান। এর আগে ১০০ মিটার দৌড়ে তিনি সোনা জিতেছিলেন। অন্যদিকে টি৩৫ বিভাগে ১০০ মিটার দৌড়ে রুপো জেতেন প্রীতি পাল। টি৪৪ বিভাগের ২০০ মিটারে ব্রোঞ্জজয় সন্দীপের। সব মিলিয়ে ভারতের ঝুলিতে এল ২২টি মেডেল। যার মধ্যে আছে ৬টি স্বর্ণপদক। এছাড়া ৯টি রুপো ও ৭টি ব্রোঞ্জও এসেছে ভারতের ঝুলিতে। ১৫টি সোনা-সহ ৪৪টি পদক নিয়ে শীর্ষে ব্রাজিল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ