ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টোকিও অলিম্পিকের ‘সোনার ছেলে’কে সম্প্রতি দক্ষিণ আফিকায় অনুশীলন করতে দেখা গিয়েছিল। অনুরাগীরা মুখিয়ে ছিলেন তাঁকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দেখার জন্য। তাঁদের সেই ইচ্ছাপূরণ করে নীরজ চোপড়া ট্র্যাকে নামলেন এবং জয়ও করলেন। ফের একবার সোনা জিতে তাঁর মরশুম শুরু হল ।
দু’বারের অলিম্পিক পদকজয়ী নীরজ বুধবার দক্ষিণ আফ্রিকার পচেস্ট্রুমে একটি আমন্ত্রণমূলক জ্যাভলিন ইভেন্টে নেমেছিলেন। এই ‘পচ ইনভিটেশনাল ট্র্যাক ইভেন্টে’ ছ’জন অ্যাথলিটকে পিছনে ফেলে সোনার পদক জিতে নেন নীরজ চোপড়া।
৮৪.৫২ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে তিনি শীর্ষস্থান দখল করেন। নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার জন্য তাঁর কাছে এই জয় খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় স্থান অর্জন করেন ‘ঘরের ছেলে’ প্রোটিয়া তারকা ডাউ স্মিথ।
পুরুষদের জ্যাভলিন ফাইনালে কেবল নীরজ এবং ডাউ-ই ৮০ মিটারের মাইলফলক অতিক্রম করতে পেরেছিলেন। যদিও নীরজ তাঁর ব্যক্তিগত সেরা থ্রো ৮৯.৯৪ মিটারের অনেকটাই নিচে শেষ করেন। অন্যদিকে, ডাউ কিন্তু ব্যক্তিগত রেকর্ড ৮৩.২৯ মিটারের কাছাকাছি চলে আসেন।
ফলাফল
নীরজ চোপড়া – ৮৪.৫২ মিটার
ডু স্মিট – ৮২.৪৪ মিটার
ডানকান রবার্টসন – ৭১.২২ মিটার
আরমান্ড উইলেমসে – ৬৯.৫৮ মিটার
মার্কেস অলিভিয়ার – ৬৮.০১ মিটার
জান-হেন্ড্রিক হেইম্যানস – ৬৫.৫৯ মিটার
১৬ মে দোহায় শুরু ডায়মন্ড লিগ। তার আগে এই জয় নীরজকে মানসিকভাবে অনেকটা এগিয়ে দেবে। তিনি সম্প্রতি জ্যান জেলেজনিকে কোচ হিসেবে নিয়োগ করেছেন। জেলেজনি একজন কিংবদন্তি। তিনি জ্যাভলিন থ্রোতে বিশ্ব এবং অলিম্পিক চ্যাম্পিয়ন। জার্মানিতে ৯৮.৪৮ মিটার জ্যাভলিন ছুড়ে বিশ্বরেকর্ডও গড়েছিলেন তিনি। নতুন কোচের অধীনে নিজেকে ছাপিয়ে যাওয়াই লক্ষ্য থাকবে নীরজের।
NEERAJ CHOPRA IS BACK ON THE FIELD 🚀
Champion Neeraj Chopra starts the 2025 season with a throw of 84.52m at the NWU Potch Invitational in Potchefstroom, South Africa 🇿🇦
— The Khel India (@TheKhelIndia)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.