ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ মে থেকে শুরু হওয়ার কথা ছিল ‘নীরজ চোপড়া ক্লাসিক’। কিন্তু ভারত-পাক সংঘর্ষের আবহে টুর্নামেন্টটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন নীরজ চোপড়া। তবে জানা গিয়েছে, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স এ ক্যাটাগরির এই ইভেন্টটি জুলাইয়ে শুরু হতে চলেছে।
কবে থেকে কোথায় বসতে চলেছে এই জ্যাভলিন প্রতিযোগিতার আসর? ৫ জুলাই বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এনসি ক্লাসিক। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা একদিনের এই ইভেন্টটিতে অনুমোদন দিয়েছে। প্রাথমিকভাবে হরিয়ানার পঞ্চকুলায় ‘নীরজ চোপড়া ক্লাসিক’ আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে প্রতিযোগিতাটি হবে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে। কারণ, বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার সমস্ত চাহিদা পূরণে সক্ষম এই স্টেডিয়াম।
জুলাইয়ে এনসি ক্লাসিক হলে যথেষ্ট সাড়া ফেলবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, বেঙ্গালুরুতে শুরু হতে চলা এই ইভেন্টে গ্রানাডার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্সও থাকতে পারেন। তিনি দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন। অলিম্পিকে ব্রোঞ্জ পদকও রয়েছে তাঁর। তাছাড়াও অংশ নিতে পারেন রোহিত যাদবের মতো জ্যাভলিন থ্রোয়ারও। সূত্রের খবর, তিন চারজন ভারতীয় অ্যাথলিট এই ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এখানেই শেষ নয়, প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন থমাস রোহলারও এই ইভেন্টে অংশ নেবেন। থাকবেন অলিম্পিক পদকজয়ী, প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ইউলিয়াস ইয়েগোও। আমেরিকান জ্যাভলার কার্টিস থম্পসনও এই ইভেন্টে অংশ নিতে চলেছেন বলে জানা গিয়েছে।
এর আগে ভারত-পাক সংঘাতের মাঝেই এক্স হ্যান্ডেলে ভারতের সোনার ছেলে লেখেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা সাহসী সেনাদের জন্য আমরা গর্বিত। চলুন এই পরিস্থিতিতে সুরক্ষিত থাকতে আমরাও নিজেদের দায়িত্ব পালন করি।’ উল্লেখ্য, এই প্রতিযোগিতায় ‘বন্ধু’ আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানিয়ে প্রবল বিতর্কের মধ্যে পড়েছিলেন। তাঁর পরিবারকেও কটু কথা শোনাতে ছাড়েনি নেটদুনিয়া। তবে পহেলগাঁওয়ের ঘটনার পর নীরজ স্পষ্ট জানিয়েছিলেন, আরশাদের ভারতে আসার কোনও প্রশ্নই নেই। কারণ দেশের স্বার্থই সকলের আগে। তিনি বলেছিলেন, ‘দেশের প্রতি আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন উঠছে।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.