সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু জ্যাভলিন থ্রোয়েই সোনা ফলান না, নীরজ চোপড়ার মনটাও সোনার মতোই অমূল্য। তাঁর আচরণ এবং কথাবার্তা শুনে সে কথাই অন্তত বলছেন অনুরাগীরা। তা বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পর কী এমন করলেন সোনার ছেলে? খেলার মাঠের শত্রুতা ভুলে নীরজ এবার মধ্যাহ্নভোজের জন্য আমন্ত্রণ জানালেন পাকিস্তানের তারকা আর্শাদ নাদিমকে।
ফুটবল হোক বা ক্রিকেট, হকি কিংবা দাবা, ভারত-পাক (India vs Pakistan) লড়াই মানেই সেই খেলা ঘিরে উত্তেজনা চরমে পৌঁছে যায়। খেলা ছাপিয়ে তা হয়ে ওঠে সম্মানের লড়াই। যার ব্যতিক্রম হয়নি জ্যাভলিন থ্রোয়ের মঞ্চেও। ভারতের ‘সোনার ছেলে’ নীরজের বিরুদ্ধে পাকিস্তানের নাদিম কেমন পারফর্ম করেন, সেদিকে নজর থাকে ক্রীড়াপ্রেমীদের। কিন্তু সেই প্রতিযোগিতাটুকুর বাইরে যে দুই দেশের দুই তারকার মধ্যে কোনও মন কষাকষি নেই, সেটাই এবার বুঝিয়ে দিলেন নীরজ। তিনি বলে দেন, শুধু নাদিম নয়, “যে কোনও জ্যাভলিন থ্রোয়ার, যিনি ভারতে আসবেন, তাঁকেই আমার খান্দ্রার বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছি। হরিয়ানার পানিপথেই কাছেই আমার বাড়ি।”
নীরজের (Neeraj Chopra) আশা, খুব তাড়াতাড়ি ভারতে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হবে। কারণ এদেশে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের প্রতি আগ্রহ বাড়ছে। অর্থাৎ আন্তর্জাতিক অ্যাথলিটরা ভারতে খেলতে আসবেন। সেই প্রসঙ্গেই নীরজ বলে দেন, “শুধু আর্শাদ কেন? প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। বাড়িতে অতিথি এলে তাদের খাওয়ানোটাই তো রীতি। আশা করি ভারতে বন্ধুত্বপূর্ণ পরিবেশে সকলে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।”
Neeraj Chopra called Arshad Nadeem for this beautiful click. Spread love not hate Between neighbours 🇵🇰❤️🇮🇳
— ZaiNii💚 (@ZainAli_16)
এর আগে পাক থ্রোয়ারের প্রশংসা করতেও কার্পণ্য করেননি নীরজ। ২০১৮ এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী তারকার তারিফে নীরজ বলেছিলেন, আর্শাদ নিজের দেশের জন্য খুব ভাল খেলেছেন। এবার তাঁকে বাড়িতে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানাতেও দ্বিধা করলেন না। আর এখানেই যেন বারবার জিতে যায় স্পোর্টসম্যান স্পিরিট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.