সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর দুই টুর্নামেন্টে ছিনিয়ে নিয়েছেন সেরার শিরোপা। কিন্তু তা সত্ত্বেও নিজের পারফরম্যান্স নিয়ে মোটেই সন্তুষ্ট নন নীরজ চোপড়া। ইভেন্ট শেষ হওয়ার পর ভারতের সোনার ছেলে জানান, ছোটবেলা থেকে ওস্ত্রাভা গোল্ডেন স্পাইক দেখে বড় হয়েছেন। সেখানে আরও ভালো পারফরম্যান্স করার ইচ্ছা ছিল তাঁর।
প্যারিস ডায়মন্ড লিগের পর ওস্ত্রাভা গোল্ডেন স্পাইকেও সেরা হয়েছেন নীরজ। গুরুত্বপূর্ণ ওই টুর্নামেন্টে সর্বোচ্চ ৮৫.২৯ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়লেন নীরজ। নিজের সেরা পারফরম্যান্সের ধারেকাছে না পৌছালেও সেরার তকমা পেলেন ভারতের সোনার ছেলেই। গত মাসে দোহা ডায়মন্ড লিগে প্রথমবার ৯০ মিটারের গণ্ডি পেরিয়েছিলেন ভারতের সোনার ছেলে। কিন্তু সেবার সেরার শিরোপা অধরাই থেকে যায়। এরপর গত শুক্রবার রাতে প্যারিস ডায়মন্ড লিগে সেরার শিরোপা পান তিনি। তারপরই মঙ্গলবার ফের সেরার তকমা।
ইভেন্ট শেষ হওয়ার পর সম্প্রচারকারী সংস্থাকে নীরজ বলেন, “ট্রফি জিতে খুব ভালো লাগছে। কিন্তু আজ যেমন পারফরম্যান্স হল তাতে আমি মোটেই খুশি নই। ছোটবেলা থেকে বহুবার এই ইভেন্ট দেখেছি। উসেন বোল্ট থেকে শুরু করে জান জেলেঞ্জি-সকলকে এই ইভেন্ট জিততে দেখেছি। তাঁদের মতো আমিও এই ইভেন্ট জিততে চেয়েছি। এবার সেই স্বপ্ন সফল হল। তবে এখন জ্যাভলিন থ্রো খুবই জনপ্রিয় হচ্ছে। দর্শকদের থেকেও অনেক উৎসাহ পাই। তাঁদের জন্য আরও ভালো পারফর্ম করতে পারলে ভালো লাগত।”
উল্লেখ্য, মঙ্গলবার নিজের তৃতীয় থ্রো-তে ৮৫.২৯ মিটার ছোঁড়েন নীরজ। সব মিলিয়ে চারটি সঠিক থ্রো করেছেন তিনি। নীরজের শেষ থ্রোয়ের জন্য চিৎকার করে উৎসাহ দিতে থাকেন দর্শকরা। কিন্তু শেষ পর্যন্ত ওই থ্রোটি ডিসকোয়ালিফাই হয়ে যায়। উল্লেখ্য, চলতি বছরেই টোকিওতে হতে চলেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। সেখানেই সোনা জিততে মরিয়া পানিপথের তরুণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.