সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুরিখের ডায়মন্ড লিগে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে নীরজ চোপড়াকে (Neeraj Chopra)। শেষ প্রচেষ্টায় ৮৫.০১ মিটার থ্রো করে কোনওক্রমে সম্মান রক্ষা করেছেন ২৭ বছর বয়সি এই অ্যাথলিট। সেই কারণেই নিজের পারফরম্যান্স নিয়ে খুশি হতে পারেননি নীরজ নিজেও।
ইভেন্টের পর তিনি ডায়মন্ড লিগ ফাইনালের পারফরম্যান্স সম্পর্কে নীরজ বলেন, “দিনটা কঠিন ছিল। মাঝেমাঝেই এমন দিন আসে। ফাইনালের দিনটাও আমার জন্য হয়তো তেমনই ছিল। শেষ প্রচেষ্টায় আমার থ্রো ৮৫ মিটারেরও বেশি দূরত্বে অতিক্রম করেছে। তবে আজকে আমার সেরা ফর্ম ছিল না। এমনকী রান-আপও ঠিকঠাক হয়নি। বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে এখনও তিন সপ্তাহ আছে। সেখানে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।”
৯১.৫১ মিটার ম্যামথ থ্রোয়ে প্রথম স্থান অর্জন করেন জার্মান প্রতিযোগী জুলিয়ান ওয়েবার। ত্রিনিদাদ ও টোবাগোর কেশর্ন ওয়ালকট ৮৪.৯৫ মিটার থ্রো করে তৃতীয় স্থানে শেষ করেন। আগামী ১৩-২১ সেপ্টেম্বর টোকিওতে বসতে চলেছে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর। নীরজের সামনে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল জুরিখের আবহাওয়া। ছিল বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ের আশঙ্কাও। তাই খারাপ আবহাওয়ায় জ্যাভলিন থ্রো যথেষ্ট চ্যালেঞ্জিংও। তাছাড়াও ওয়েবারম ওয়ালকটের মতো অ্যাথলিট ছিলেন নীরজের প্রতিপক্ষ হিসাবে। সুতরাং জুরিখের এই ইভেন্ট যে সহজ হবে না তা শুরু থেকেই বোঝা গিয়েছিল। আর বাস্তবেও দেখা গেল সেটা। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে চেনা ছন্দে দেখা গেল না তাঁকে।
গত বছরেও ডায়মন্ড লিগ ফাইনালে অ্যান্ডারসন পিটার্সের কাছে নামমাত্র ব্যবধানে (০.০১ মিটার) হেরে দ্বিতীয় হয়েছিলেন। এবারও দ্বিতীয় হয়েই খুশি থাকতে হল তাঁকে। তবে, তিনি চার বছরের ধারাবাহিকতা বজায় রেখেছেন। ২০২২ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২৩, ২০২৪ এবং ২০২৫-এও তিনি দ্বিতীয় স্থানে শেষ করলেন। নীরজের সামনে এখন লক্ষ্য বিশ্বচ্যাম্পিয়নশিপ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.