সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। তারপরই ইঙ্গিতবাহী মন্তব্য নীরজ চোপড়ার। যে টোকিওতে অলিম্পিক সোনা জিতেছিলেন, সেই টোকিওর ট্র্যাক থেকেই খালি হাতে ফিরতে হয়েছে ভারতের সোনার ছেলেকে। তারপরেই ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নীরজ। সেই পোস্ট ঘিরেই চলছে গুঞ্জন।
ফাইনালের যোগ্যতা অর্জন পর্বে একটামাত্র থ্রো করেছিলেন নীরজ। ৮৪.৮৫ মিটারের ওই থ্রোতেই সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেন তিনি। কিন্তু ফাইনালে সেটুকুও মারতে পারেননি। দ্বিতীয় থ্রোয়ে ৮৪.০৩ মিটার পর্যন্ত যায় নীরজের থ্রো। ওটাই তাঁর সেরা পারফরম্যান্স বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে। পদকজয়ের স্বপ্ন ওখানেই শেষ। অষ্টম স্থানে ফাইনাল শেষ করেন নীরজ। উল্লেখ্য, বিশ্বচ্যাম্পিয়নশিপে গত সাত বছরে এই প্রথমবার খালি হাতে ফিরছেন নীরজ।
তবে নীরজের ব্যর্থতার দিনে নজর কাড়লেন ভারতে উদীয়মান প্রতিভা শচীন যাদব। এদিন নিজের প্রথম থ্রোতেই ৮৬.২৭ মিটার ছোড়েন তিনি, যা তাঁর জীবনের সেরা পারফরম্যান্স। তারপর লাগাতার ৮৫ মিটারের ধারেকাছে থ্রো করেছেন শচীন। অল্পের জন্য পদক হাতছাড়া হয় ২৫ বছর বয়সি ভারতীয় তরুণের। চতুর্থ স্থানে থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ করেন তিনি।
সেই শচীনের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন নীরজ। বৃহস্পতিবার ফাইনাল শেষ হওয়ার পরেই নীরজ বলেন, “শচীনের পারফরম্যান্সে আমি খুবই খুশি। আশা করছিলাম ভারতে একটা পদক আসবে। তবে সেটা হল না। কিন্তু এত বড় মঞ্চে অনবদ্য পারফর্ম করেছে। ভারতের জ্যাভলিন ভবিষ্যৎ সুরক্ষিত হাতেই রয়েছে, সেটা হলফ করে বলতে পারি।”
ফাইনালের পরদিন ইন্সটাগ্রামে পোস্ট করে নীরজ লেখেন, ‘এভাবে মরশুম শেষ করতে চাইনি। যাবতীয় সমস্যা সত্ত্বেও নিজের সেরাটা দিতে চেয়েছিলাম, কিন্তু দিনটা আমার ছিল না। শচীনের পারফরম্যান্সে আমি খুশি। যাঁরা পদক জিতেছেন তাঁদের অনেক শুভেচ্ছা।’ এই পোস্ট দেখেই জল্পনা চলছে, তাহলে কি চোট নিয়েই ফাইনাল খেলতে নেমেছিলেন নীরজ? যদিও ইনস্টাগ্রামে তাঁর বার্তা, আরও শক্তিশালী হয়ে তিনি ফিরে আসবেন।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.