Advertisement
Advertisement
Neeraj Chopra

‘অধরা’ সোনার লক্ষ্যে ফের ডায়মন্ড লিগে নামছেন নীরজ, কখন কোথায় দেখবেন ম্যাচ?

জার্মানির জুলিয়ান ওয়েবেরকে এবার হারাতে পারবেন ভারতের 'সোনার ছেলে'?

Neeraj Chopra will compete on Paris diamond league

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:June 19, 2025 8:56 pm
  • Updated:June 19, 2025 8:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মরশুমে দ্বিতীয়বার ডায়মন্ড লিগে নামতে চলেছেন নীরজ চোপড়া। গত মাসেই দোহা ডায়মন্ড লিগে প্রথমবার ৯০ মিটারের গণ্ডি পেরিয়েছিলেন ভারতের সোনার ছেলে। কিন্তু সোনার পদক অধরাই থেকে গিয়েছে। এবার কি সেই খরা কাটবে?

মে মাসে দোহায় ডায়মন্ড লিগে বহুদিনের স্বপ্নের ৯০ মিটার ছোড়েন নীরজ। সেখানে তিনি তৃতীয় চেষ্টায় ৯০.২৩ মিটার থ্রো করেন। আর সেই সঙ্গে প্রথম ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার হিসেবে ঢুকে পড়েন ইতিহাসে। তবে শেষ পর্যন্ত রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় নীরজকে। জার্মানির জুলিয়ান ওয়েবের তাঁকে পিছনে ফেলে সেরা হয়ে যান। সেই ইভেন্টের দিনকয়েক পরে জানুসজ কুসোসিনকি মেমোরিয়াল ইভেন্টেও দ্বিতীয় হন নীরজ। ৯০ মিটারও ছুঁতে পারেননি ভারতের সোনার ছেলে।

তবে ব্যর্থতা ঝেড়ে ফেলে আবারও ডায়মন্ড লিগের মঞ্চে ফিরছেন নীরজ। শুক্রবার তাঁকে দেখা যাবে প্যারিস ডায়মন্ড লিগে। সেখানেও তাঁকে টক্কর দেবেন জুলিয়ান ওয়েবের। এছাড়াও অ্যান্ডারসন পিটার্স, লুইজ মরিসিও দা সিলভা, আন্দ্রিয়ান মারদারে, কেশোরন ওয়ালকট, জুলিয়াস ইয়েগোরা নামবেন এবারের ডায়মন্ড লিগে। মোট সাতজন প্রতিযোগীদের মধ্যে ৫ জনই ৯০ মিটারের গণ্ডি পেরিয়েছেন। উল্লেখ্য, ২০১৭ সালে শেষবার প্যারিস ডায়মন্ড লিগে নেমেছিলেন নীরজ। আট বছর পর আবারও প্যারিসে ফিরবেন তিনি।

জানা গিয়েছে, শুক্রবার ট্র্যাকে নামবেন নীরজ। তবে তাঁর ইভেন্ট শুরু হবে ভারতীয় সময় শুক্রবার মধ্যরাতে। ভারতীয় সময় ১টা ২১ থেকে শুরু হবে নীরজের ইভেন্ট। ভারতে এই ইভেন্ট সরাসরি সম্প্রচারিত হবে Wanda Diamond League ইউটিউব চ্যানেলে। চলতি বছরে পরপর দুই প্রতিযোগিতায় ওয়েবেরের কাছে হার মানতে হয়েছিল নীরজকে। এবার কি পাশা উলটে দিতে পারবেন ভারতের সোনার ছেলে?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement