ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনসি ক্লাসিকে সোনালি সাফল্য নীরজ চোপড়ার। ৮৬.১৮ মিটার জ্যাভলিন ছুড়ে স্বর্ণপদক জিতলেন ভারতের এই ‘সোনার ছেলে’। তৃতীয় প্রয়াসে এই দূরত্ব অতিক্রম করে তাঁর জ্যাভলিন। তবে চতুর্থ প্রয়াসে নীরজ ছোড়েন ৮৪.০৭ মিটার। যদিও প্রতিদ্বন্দ্বী কোনও জ্যাভলারই নীরজের ৮৬.১৮ মিটার মার্ক অতিক্রম করতে পারেননি। তবে, সর্বশেষ থ্রোয়ে নীরজের জ্যাভলিন ৮২.২২ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করেনি।
শনি সন্ধ্যায় নীরজের ইভেন্ট দেখতে বেঙ্গালুরুর স্টেডিয়াম গোটা স্টেডিয়াম ভরিয়ে তুলেছিলেন অনুরাগীরা। তাঁদের সামনে নীরজের এই সোনা জয়। উল্লেখ্য, প্রথমে ২৪ মে শুরু হওয়ার কথা ছিল ‘নীরজ চোপড়া ক্লাসিক’। কিন্তু ভারত-পাক সংঘর্ষের আবহে টুর্নামেন্টটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন নীরজ চোপড়া। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স এ ক্যাটাগরির এই ইভেন্টটিতে রুপোর পদক জিতেছেন কেনিয়ার জুলিয়াস ইয়েগো। তিনি চতুর্থ প্রচেষ্টায় ৮৪.৫১ মিটার থ্রো করে এই কৃতিত্ব অর্জন করেছেন। অন্যদিকে, শ্রীলঙ্কার রুমেশ পাথিরেজকে ৮০.১০ মিটারের থ্রো এনে দিয়েছে ব্রোঞ্জ পদক।
বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা একদিনের এই ইভেন্টটিতে অনুমোদন দিয়েছে। প্রাথমিকভাবে হরিয়ানার পঞ্চকুলায় ‘নীরজ চোপড়া ক্লাসিক’ আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে প্রতিযোগিতাটি বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে হল, কারণ বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার সমস্ত চাহিদা পূরণে সক্ষম এই স্টেডিয়াম। ইভেন্টের পর গোটা স্টেডিয়ামের দর্শকদের কাছ থেকে অভিবাদন কুড়িয়ে নেন নীরজ। দেশের দর্শকদের সামনে প্রথমবার আয়োজিত এই ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়লেন ২৭ বছরের এই জ্যাভলিন থ্রোয়ার।
এনসি ক্লাসিকে নামার আগে প্যারিস ডায়মন্ড লিগ এবং ওস্ত্রাভা গোল্ডেন স্পাইক ইভেন্টে সোনা পেয়েছিলেন নীরজ। ওস্ত্রাভায় সর্বোচ্চ ৮৫.২৯ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছিলেন নীরজ। আর এদিন তিনি পেরলেন ৮৬.১৮ মিটার। তাঁর নিজের সেরা পারফরম্যান্সের ধারেকাছে না পৌঁছলেও সেরার তকমা পেলেন ভারতের সোনার ছেলেই।
NEERAJ CHOPRA WINS NC CLASSIC 2025! 🏆
– The Winning Throw of 86.18m for G.O.A.T 🐐
— The Khel India (@TheKhelIndia)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.