Advertisement
Advertisement
Neeraj Chopra

৩ দিনের ব্যবধানে দ্বিতীয় খেতাব, ওস্ত্রাভা গোল্ডেন স্পাইকেও সেরা নীরজ চোপড়া

তিন দিনের ব্যবধানে দ্বিতীয় খেতাব নীরজের।

Neeraj Chopra wins Gold in Ostrava Golden Spike event
Published by: Subhajit Mandal
  • Posted:June 24, 2025 11:51 pm
  • Updated:June 25, 2025 12:04 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস ডায়মন্ড লিগের পর এবার ওস্ত্রাভা গোল্ডেন স্পাইক। তিন দিনের ব্যবধানে ফের সেরার তকমা পেলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। গুরুত্বপূর্ণ ওই টুর্নামেন্টে সর্বোচ্চ ৮৫.২৯ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়লেন নীরজ। নিজের সেরা পারফরম্যান্সের ধারেকাছে না পৌছালেও সেরার তকমা পেলেন ভারতের সোনার ছেলেই।

গত মাসেই দোহা ডায়মন্ড লিগে প্রথমবার ৯০ মিটারের গণ্ডি পেরিয়েছিলেন ভারতের সোনার ছেলে। কিন্তু সেবার সেরার শিরোপা অধরাই থেকে যায়। এরপর গত শুক্রবার রাতে প্যারিস ডায়মন্ড লিগে সেরার শিরোপা পান তিনি। তিনি সর্বোচ্চ জ্যাভলিন ছোড়েন ৮৮.১৬ মিটার। তারপরই মঙ্গলবার ফের সেরার তকমা। ওস্ত্রাভা গোল্ডেন স্পাইকে ৮৫.২৯ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে প্রথম হলেন নীরজ।

এদিন নিজের তৃতীয় থ্রো-তে ৮৫.২৯ মিটার ছোঁড়েন নীরজ। সব মিলিয়ে চারটি সঠিক থ্রো করেছেন তিনি। শেষ থ্রোয়ের পর কিছুটা হতাশ দেখিয়েছে তাঁকে। সম্ভবত নিজের ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের ধারেকাছে না যেতে পারায় হতাশ ছিলেন তিনি। তবে ওই ৮৫.২৯ মিটারেই তিনি সেরা হলেন। দক্ষিণ আফ্রিকার দৌ স্মিথ ৮৪.১২ মিটার থ্রো করে দ্বিতীয় হলেন।

তবে মরশুমে নিজের সেরা পারফরম্যান্সের জন্য লক্ষ্য স্থির করে ফেলেছিলেন নীরজ। চলতি বছরেই টোকিওতে হতে চলেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। সেখানেই সোনা জিততে মরিয়া পানিপথের তরুণ। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে টোকিও বিশ্বচ্যাম্পিয়নশিপ। ২১ সেপ্টেম্বর পর্য়ন্ত চলবে এই চ্যাম্পিয়নশিপ। আপাতত এই টুর্নামেন্টগুলি খেলে বিশ্বচ্যাম্পিয়নশিপেরই প্রস্তুতি নিচ্ছেন নীরজ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement