নীরজ চোপড়া।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টোকিও অলিম্পিকে তিনি জিতেছিলেন সোনা। কিন্তু প্যারিসে রুপো পেয়েই থামতে হয়েছে নীরজ চোপড়াকে। পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিমের কাছে সোনা হারাতে হয় তাঁকে। প্যারিস পর্ব শেষ। সবাই যখন একে একে দেশে ফিরে আসছেন, তখন নীরজ চোপড়া গেলেন জার্মানিতে। সেই কারণে বিলম্বিত হচ্ছে তাঁর দেশে ফেরা।
জার্মানিতে কুঁচকির চোটের বিষয়ে পরামর্শ নিতে গিয়েছেন নীরজ। তাঁর পরিবার সূত্রে খবর এমনটাই। জার্মানিতে একমাস থাকবেন নীরজ। আগামী ডায়মন্ড লিগে নীরজকে দেখা যাবে কিনা, তা নির্ভর করবে চিকিৎসকদের পরামর্শের উপরই। চোট সারানোর জন্য অস্ত্রোপচারও করা হতে পারে নীরজের। ভারতীয় অলিম্পিক সংস্থাও নীরজের জার্মানি যাওয়ার ব্যাপার স্বীকার করেছে।
জুনে ফিনল্যান্ডে অনুষ্ঠিত পাভো নুরমি গেমস জেতার পরে নীরজ চোপড়া চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নেওয়ার কথা জানিয়েছিলেন। কুঁচকির চোট নিয়ে ২০২৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমেছিলেন নীরজ চোপড়া। সেই টুর্নামেন্টে জিতেছিলেন তিনি।
প্যারিসে অনেক আশা জাগিয়ে এসেছিলেন নীরজ চোপড়া। ফাইনালে পাকিস্তানের আর্শাদ নাদিম ৯২.৯৭ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতে নেন। চোট নিয়ে নীরজ ৮৯.৪৫ মিটার ছুড়ে রুপো জেতেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.