Advertisement
Advertisement
Novak Djokovic

বিদায় আসন্ন! ফরাসি ওপেন থেকে ছিটকে যেতেই জল্পনা উসকে দিলেন জোকোভিচ

রোলা গাঁরোয় ফাইনালে মুখোমুখি কার্লোস আলকারাজ ও জানিক সিনার।

Novak Djokovic hints at French Open farewell after losing the men's singles semi-final to Jannik Sinner
Published by: Arpan Das
  • Posted:June 7, 2025 8:34 am
  • Updated:June 7, 2025 8:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোলা গাঁরোয় তখন প্রায় সাড়ে তিনঘণ্টার ম্যাচ সদ্য শেষ হয়েছে। রুদ্ধশ্বাস ম্যাচে নোভাক জোকোভিচকে হারিয়ে ফাইনালের টিকিট ছিনিয়ে নিয়েছেন জানিক সিনার। কিট গুছিয়ে পিচ থেকে বেরিয়ে যাচ্ছেন জোকোভিচ। কিন্তু তারপর সার্বিয়ান তারকা যা করলেন, তার জন্য তৈরি ছিল না টেনিস দুনিয়া। পরে জোকোভিচের কথাতেও উঠে এল অবসর জল্পনা।

৩ ঘণ্টা ১৬ মিনিটের যুদ্ধে সিনার জেতেন ৪-৬, ৫-৭, ৬-৭ (৩) ব্যবধানে। ম্যাচের পর জোকোভিচ কিটব্যাগ নামিয়ে রাখেন লাল সুরকির কোর্টে। দর্শকদের উদ্দেশ্যে হাত তুলে যেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। রোলা গাঁরো তখন হাততালিতে ফেটে পড়ছে। হাঁটু গেঁড়ে লাল মাটি ছুঁয়ে দেখেন জোকোভিচ। পরে ৩৮ বছর বয়সি তারকা বলেন, “আমি জানি না, এটাই আমার এখানে শেষ ম্যাচ কি না। তাই শেষবেলায় একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কিন্তু এটাই যদি আমার শেষ ম্যাচ হয়, তাহলে শেষটা ভালোই হল। দর্শকরা এক অসাধারণ পরিবেশ তৈরি করেছিলেন। আবার এখানে ফিরতে তো চাই। কিন্তু ১২ মাস অনেকটা সময়।”

ফরাসি ওপেন অভিযান শেষ হওয়ায় প্রথম টেনিস প্লেয়ার হিসাবে সিঙ্গলসে ২৫ গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য রোলাঁ গারোয় পূরণ হচ্ছে না সার্বিয়ান মহাতারকার। ফাইনালে সিনারের প্রতিপক্ষ কার্লোস আলকারাজ। এদিন অন্য সেমিফাইনালে ইতালির লরেঞ্জো মুসেত্তি চোটের জন্য ওয়াকওভার দেন গতবারের চ্যাম্পিয়নকে। দ্বিতীয় বাছাই আলকারাজের বিরুদ্ধে লরেঞ্জো প্রথম সেটে জয়ী হন। দ্বিতীয় সেট টাইব্রেকারে জিতে ম্যাচে ফিরে আসেন আলকারাজ। তৃতীয় সেটে মুসেত্তিকে দাঁড়াতে না দিয়ে জয়ী হন স্প্যানিশ তারকা। এরপরই চোটের কবলে পড়েন মুসেত্তি। আলকারাজ ৪-৬, ৭-৬ (৭-৩), ৬-০, ২-০ অবস্থায় এগিয়ে থাকার সময় ম্যাচ থেকে সরে দাঁড়ান মুসেত্তি। শনিবার ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসে মুখোমুখি বিশ্বের একনম্বর আরিনা সাবালেঙ্কা বনাম দুই নম্বর কোকো গফ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement