Advertisement
Advertisement
Novak Djokovic

শাসকের রোষে দেশত্যাগ টেনিস কিংবদন্তির! সার্বিয়া ছেড়ে সপরিবারে গ্রিসে জকোভিচ

কেন সরকারের রোষের মুখে পড়েছিলেন টেনিস কিংবদন্তি?

Novak Djokovic leaves Serbia for Greece with family

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:September 11, 2025 2:55 pm
  • Updated:September 11, 2025 5:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্বিয়া ত্যাগ করলেন ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। দেশটিতে অস্থিরতার কারণে সবার অলক্ষ্যেই তাঁর পরিবারকে গ্রিসে সরিয়ে নিলেন ৩৮ বছর বয়সি এই টেনিস কিংবদন্তি।

Advertisement

সার্বিয়া জুড়ে সরকারবিরোধী আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন করেছিলেন জকোভিচ। সেই কারণেই সরকারের রোষের মুখে পড়েছিলেন তিনি। আর তাই নিজের দেশ ছেড়ে গ্রিসে সপরিবারে পাড়ি দিয়েছেন তিনি। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, জকোভিচ তাঁর দুই সন্তান, ছেলে স্টেফান এবং মেয়ে তারাকে এথেন্সের সেন্ট লরেন্স কলেজে ভর্তি করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছেন, শহরে একটা বাড়িও কিনেছেন।

সম্প্রতি এথেন্সের কাভুরি টেনিস ক্লাবে ছেলের সঙ্গে খেলতেও দেখা গিয়েছে জকোভিচকে। জানা গিয়েছে, গ্রিক গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারেন তিনি। গ্রিসে নির্দিষ্ট পরিমাণে বিনিয়োগ করলে এই ভিসা পাওয়া যায়। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে দু’বার দেখাও করেছেন তিনি। তাছাড়াও ফ্রান্সের মোনাকোতেও তাঁর সম্পত্তি রয়েছে বলে জানা গিয়েছে।

গত ডিসেম্বরে নোভি সাদের একটি রেলস্টেশনে এক মর্মান্তিক ঘটনার পর সার্বিয়ায় সরকার বদলের জন্য বিক্ষোভ শুরু হয়। ঘটনায় ১৬ জন প্রাণ হারায়। এরপর সোশাল মিডিয়ায় এক প্রতিক্রিয়ায় ছাত্র আন্দোলনকে সমর্থনও জানিয়েছিলেন জকোভিচ। এমনকী অস্ট্রেলিয়ান ওপেন জয় আন্দোলনে প্রয়াত এক ছাত্রকে উৎসর্গ করেন। তাছাড়া বেলগ্রেড বাস্কেটবল ডার্বি দেখতে ‘স্টুডেন্টস অ্যান্ড চ্যাম্পিয়ন্স’ লেখা টি-শার্ট পরে গিয়েছিলেন। হয়তো সেই কারণে সার্বিয়া প্রশাসনের কাছে ‘শত্রু’তে পরিণত হয়ে যান টেনিস কিংবদন্তি। আর তাই সার্বিয়া ছেড়ে গ্রিসে পাড়ি জমালেন জকোভিচ। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ