Advertisement
Advertisement
Novak Djokovic

চোটে অধরা ২৫তম গ্র্যান্ড স্ল্যাম, ওয়াকওভার দিয়ে অস্ট্রেলীয় ওপেন থেকে বিদায় জকোভিচের

সেমিফাইনালে প্রথম সেট হারের পরেই ম্যাচ ছেড়ে দিলেন নোভাক জকোভিচ।

Novak Djokovic walks over from Australian Open
Published by: Anwesha Adhikary
  • Posted:January 24, 2025 10:55 am
  • Updated:January 24, 2025 11:17 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের প্রথম ব্যক্তি হিসাবে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জেতার লক্ষ্যে অস্ট্রেলীয় ওপেন খেলতে নেমেছিলেন। কিন্তু স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াল চোট। সেমিফাইনালে প্রথম সেট হারের পরেই ম্যাচ ছেড়ে দিলেন নোভাক জকোভিচ। বিদায় নিলেন রড লেভার এরিনা থেকে। মাত্র এক সেট খেলেই অজি ওপেনের ফাইনালে চলে গেলেন আলেকজান্ডার জেরেভ।

Advertisement

কোয়ার্টার ফাইনালে তরুণ তুর্কি কার্লোস আলকারাজকে হারিয়েছিলেন জকোভিচ। মাত্র এক সেট খুইয়ে ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪ ফলাফলে স্প্যানিশ তারকাকে হারান তিনি। কিন্তু সেই ম্যাচে পায়ের চোট নিয়ে খেলতে হয়েছিল সার্বিয়ান কিংবদন্তিকে। সেমিফাইনালে আবারও সেই চোটই ভোগাল জোকারকে। প্রথম সেট হারের পরেই ম্যাচ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। 

যদিও শুক্রবার জেরেভের সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর হয় জকোভিচের। প্রথম সেটে দুই তারকার মধ্যে এতটাই হাড্ডাহাড্ডি লড়াই হয় যে কেউ কারোওর সার্ভিস ব্রেক করতে পারেননি। শেষ পর্যন্ত প্রথম সেট গড়ায় টাইব্রেকারে। সেখানে আর লড়তে পারেননি জকোভিচ। ৭(৭)-৫(৫) ফলে প্রথম সেট যায় জেরেভের ঝুলিতে। তারপরেই ম্যাচ থেকে সরে দাঁড়ান জোকার। জানিয়ে দেন, চোটের কারণে আর খেলা সম্ভব হচ্ছে না তাঁর পক্ষে।

জকোভিচ ওয়াকওভার দেওয়ার সিদ্ধান্ত নিতেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। হাড্ডাহাড্ডি লড়াই দেখতে না পেয়ে তাঁরা বিদ্রুপ করতে থাকেন জোকারকে। তার মধ্যেও দুই হাত তুলে দর্শকদের ধন্যবাদ জানিয়ে কোর্ট ছাড়েন তিনি। তবে প্রতিপক্ষের পাশে দাঁড়ান জেরেভ। দর্শকদের উদ্দেশ্যে বলেন, “কেউ চোট পেয়ে কোর্ট ছাড়তে বাধ্য হলে তাঁকে বিদ্রুপ করবেন না।” আগামী রবিবার ফাইনালে নামবেন জেরেভ। ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য আরও অপেক্ষা করতে হবে জকোভিচকে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ