সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সপ্তাহের ব্যবধানে দু-দু’টি ফাইনাল হেরে গেলেন সাত-চি জুটি। গত রবিবার হংকং ওপেনে হেরে গিয়েছিলেন। আর এই রবিবার, ২১ সেপ্টেম্বর, সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টিরা পরাস্ত হলেন চায়না মাস্টার্সে।
কোরিয়ান জুটি সিও সেউং জে এবং কিম ওন হো-র কাছে মাত্র ৪১ মিনিটে হার স্বীকার করল ভারতীয় জুটি। খেলার ফলাফল ২১-১৯, ২১-১৫। গোটা টুর্নামেন্টে সাত্ত্বিকসাইরাজ এবং চিরাগ জুটি দুর্দান্ত ছন্দে ছিলেন। সেই কারণে ফাইনালে কোরিয়ান জুটির কাছে এভাবে তাঁদের আত্মসমর্পণ করতে দেখে ভারতীয় সমর্থকরা হতাশ।
রাউন্ড অফ থার্টি টুয়ের পর থেকে সাত-চি জুটিকে অপ্রতিরোধ্য মনে হয়েছিল। সমস্ত ম্যাচ স্ট্রেট গেমে জিতে ফাইনালে পৌঁছেছিলেন তাঁরা। তবে ফাইনালে গিয়ে হয়তো প্রত্যাশার চাপ সামলাতে পারলেন না তাঁরা। প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই করেও হেরে যান তাঁরা। দ্বিতীয় গেমেও হার মানেন ভারতীয় জুটি। এভাবে ফাইনাল জয়ের স্বপ্ন পূরণ হল না তাঁদের।
সাত্ত্বিক-চিরাগের শেষবার শিরোপা জয় ২০২৪ সালের মে মাসে। সেই বছর থাইল্যান্ড ওপেন জিতেছিলেন তাঁরা। হংকং ওপেনে চিনা শাটলারদের কাছে প্রথম গেমে ২১-১৯ ব্যবধানে জিতলেও বাকি দু’টি গেম ১৪-২১, ১৭-২১ ব্যবধানে হেরে যান সোনা হাতছাড়া হয়েছিল ভারতীয় জুটির। আর আবারও ফাইনালে হেরে গেলেন তাঁরা।
Back to Back Silver, but shining bright! ✨
Satwik & Chirag fought hard but fell 19-21, 15-21 against Kim Won Ho & Seo Seung Jae in the final.
Satwik-Chirag’s second straight Runners-Up finish in 2025. Two finals in two weeks, consistency, grit & fire on…
— SAI Media (@Media_SAI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.