সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্বস্তিতে ভারতের কুস্তিগির ঋতিকা হুডা। প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে গিয়েছিলেন তিনি। এশিয়ান চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন রুপো। এবার সেই কৃতি কুস্তিগির ডোপ টেস্টে ব্যর্থ হলেন। তাঁকে সাসপেন্ড করল নাডা। তবে এই সাসপেনশন এক বছরের। নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পাবেন ঋতিকা। সেখানেও তিনি ব্যর্থ হলে আরও বড় শাস্তির মুখে পড়তে হবে। যদিও এটাই তাঁর ডোপ টেস্টে প্রথম ব্যর্থতা, তা সত্ত্বেও সেক্ষেত্রে চার বছরের জন্য সাসপেন্ড হতে পারেন ঋতিকা।
৭৬ কেজি ক্যাটাগরি লড়েন ঋতিকা। এই পরিস্থিতিতে নাডার ডোপ কন্ট্রোল অফিসাররা জাতীয় শিবির চলাকালীন ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে সিলেকশন ট্রায়ালের সময় ডোপ পরীক্ষা করেন তাঁর। আর তখনই জানা যায়, ঋতিকার মূত্রের নমুনায় মিলেছে নিষিদ্ধ ওষুধ। তবে কী ওষুধ পাওয়া গিয়েছে তা জানা যায়নি। ফলাফল মিলতেই ঋতিকাকে শিবির ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এবং ‘ইউনাইটেড ওয়ার্ল্ড রেস্টলিং’-ও বিষয়টি জানতে পেরেছে। ২০২৬ সালের ৬ জুলাই পর্যন্ত সাসপেন্ড থাকবেন ঋতিকা। জানা গিয়েছে, ঋতিকাকে এবার হাজিরা দিতে হবে নাডার অ্যান্টি-ডোপিং ডিসিপ্লিনারি প্যানেলের সামনে। সেখানে তিনি নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ পাবেন।
২২ বছরের ঋতিকা দেশের অন্যতম প্রতিশ্রুতিবান কুস্তিগির। গত মে মাসেই উলানবাতারে সোনা জিতেছিলেন তিনি। হাঙ্গেরিতে অনুষ্ঠিত হতে চলা UWW র্যাঙ্কিং সিরিজেও তাঁর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু ইতিমধ্যেই তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত অলিম্পিকে হাঙ্গেরির কুস্তিগির বেরনাডেট ন্যাগিকে হারিয়ে ঋতিকা ওঠেন কোয়ার্টার ফাইনালে। প্রথম রাউন্ডে ৪-২ এগিয়ে গিয়েছিলেন ঋতিকা। ম্যাচের দ্বিতীয় রাউন্ডে আরও বেশি আগ্রাসী হয়ে ওঠেন ভারতীয় কুস্তিগির। টানা ৮ পয়েন্ট জিতে নেন। ১২-২ পয়েন্টে টেকনিক্যাল সুপিরিয়রিটিতে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে যান ঋতিকা। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিল অলিম্পিকের শীর্ষ বাছাই কিরঘিজস্তানের আইপেরি মেডেট কিজি। শীর্ষ বাছাইয়ের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেন ঋতিকা। তিনি নির্ধারিত সময়ে মাত্র ১ পয়েন্ট নিতে দেন কিজিকে। নিজেও পান ১ পয়েন্ট। কিন্তু শীর্ষ বাছাই কিজি জিতে যান অ্যাডভান্টেজের নিরিখে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.