Advertisement
Advertisement
Novak Djokovic

কোর্টেই মেয়ের ‘শেখানো’ নাচ, যুক্তরাষ্ট্র ওপেনের সেমিতে উঠে সন্তানকে জন্মদিনের উপহার জোকোভিচের

সেমিতে জোকোভিচের প্রতিপক্ষ কার্লোস আলকারাজ।

On daughter's birthday, Novak Djokovic turns US Open quarters win into a dance of love
Published by: Arpan Das
  • Posted:September 3, 2025 11:01 am
  • Updated:September 3, 2025 11:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জকোভিচের তুলনা জকোভিচই! যুক্তরাষ্ট্র ওপেনে টেলর ফ্রিৎজকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন তিনি। তারপর কোর্টেই নাচলেন সার্বিয়ান টেনিস তারকার। কেন? কারণ, এদিন ছিল তাঁর মেয়ে তারার অষ্টম জন্মদিন। টেলরকে ৬-৩, ৭-৫, ৩-৬, ৬-৪ হারানোর পাশাপাশি দর্শক মনোরঞ্জনের সুযোগ ছাড়লেন না ‘জোকার’। সেমিতে তাঁর প্রতিপক্ষ কার্লোস আলকারাজ।

Advertisement

কেরিয়ারে ২৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন জোকোভিচ। যুক্তরাষ্ট্র ওপেনে কি সেটা ২৫ হবে? ৩৮ বছর বয়সি টেনিস তারকার প্রধান ‘শত্রু’ তাঁর বয়স। তাছাড়া আলকারাজ, সিনারদের মতো তরুণ প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইটা যথেষ্ট ধকলের হয়ে উঠছে। শেষ গ্র্যান্ড স্লাম জিতেছেন ২০২৩ সালে। তবে যুক্তরাষ্ট্র ওপেনে এবার ভালো ছন্দে আছেন তিনি। আমেরিকার তারকা টেলরকে তাঁরই ‘ঘরের মাঠে’ ৩ ঘণ্টা ২৪ মিনিটের মধ্যে ৬-৩, ৭-৫, ৩-৬, ৬-৪ ব্যবধানে হারালেন।

তারপর কোর্টেই অদ্ভুত নাচ জোকোভিচের। প্রথমে হাত দিয়ে কিছু একটা খাওয়ার ভঙ্গি করলেন। তারপর শরীর দুলিয়ে নাচলেন তিনি। যা অনেকটা নেটফ্লিক্সের বিখ্যাত অ্যানিমেটেড সিনেমা কেপপ ডেমন হান্টার্সের নাচের মতো। প্রথমে অনেকে ভেবেছিলেন, এই নাচের মাধ্যমে হয়তো দর্শকদের একাংশকে পালটা বার্তা দিয়েছেন তিনি। কারণ ‘ঘরের ছেলে’ টেলরকে হারানোয় অনেকে ব্যঙ্গ করেছিলেন তাঁকে।

যদিও পরে জোকোভিচ বলেন, “শেষের নাচটা আমার মেয়ের জন্য। আমরা ঘরে নাচের কোরিওগ্রাফি করি। আশা করি ও যখন কাল ঘুম থেকে উঠবে, তখন এই নাচ দেখে ওর মুখে হাসি ফুটবে। এবার দেখা যাক, এই নাচের জন্য ও আমাকে কত নম্বর দেয়?” তারার জন্মদিনে মেয়ের সঙ্গে থাকতে পারছেন না জোকোভিচ। সেই জন্য একটু মনখারাপ। মেয়ের জন্য তাই কোয়ার্টার ফাইনাল জয় উপহার হিসেবে তুলে রাখলেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement