সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে প্রতিযোগীতাতেই লড়ছেন, তাতেই জিতছেন। শুধু জিতছেন না, অন্য প্রতিদ্বন্দ্বীরা তাঁর ধারেকাছেও নেই। পর পর এই একপেশে-একঘেয়ে সাফল্য আর ভালো লাগছে না ভারতের প্যারালিম্পিক মহাতারকা সুমিত আন্তিলের। এবার তিনি আরও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চান। লড়তে চান সাধারণ অ্যাথলিটদের বিরুদ্ধে। সুমিতকে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে লড়াই করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া।
প্যারালিম্পিক জ্যাভলিনে F64 বিভাগে খেলেন সুমিত। ওই ফরম্যাটে তিনিই বিশ্বসেরা। প্যারালিম্পিকে দু’বারের সোনাজয়ী। এশিয়ান চ্যাম্পিয়নশিপে সেরা, বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেরা। কিন্তু সুমিতের ঘনিষ্ঠ মহল বলছে, পর পর একঘেয়ে জয়ে তিনি খানিকটা বিরক্তই। কোনও প্রতিযোগিতায় গিয়ে সেভাবে প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই পড়তে হচ্ছে না। ফলে নিজেকে তাতানোর রসদ খুঁজে পাচ্ছেন না। সেই ২০২৩ সালে এশিয়ান প্যারা গেমসে রেকর্ড গড়ে ৭৩.২৯ মিটার জ্যাভলিন ছুঁড়েছেন তিনি। সেটা বিশ্বরেকর্ড। তারপর আর উন্নতি নেই। গত দুবছরে প্রায় সব প্রতিযোগিতা জিতলেও ওই রেকর্ড আর ভাঙা হয়নি।
সম্প্রতি ইন্ডিয়া টুডে’কে দেওয়া সাক্ষাৎকারে সুমিত স্বীকার করেছেন, প্রতিযোগিতার অভাবে প্যারা অ্যাথলিটদের বিরুদ্ধে খেলার ইচ্ছা হারিয়ে ফেলেছেন তিনি। আরও উন্নতি করার তাগিদটাই হারিয়ে গিয়েছে। সুমিতের স্বপ্ন ৮০ মিটার জ্যাভলিন ছোড়া। কিন্তু তাগিদের অভাবে সেটার ধারেকাছে যেতে পারছেন না তিনি। অতএব কী করণীয়? অস্কার পিস্টোরিয়াসের পথ ধরে এবার তিনি সাধারণ বিভাগে খেলতে চান।
সুমিত জানিয়েছেন, ভারতের তারকা অ্যাথলিট নীরজ চোপড়া ইতিমধ্যেই তাঁকে নীরজ চোপড়া ক্লাসিকসে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। যদিও সেই আমন্ত্রণ ফিরিয়ে দেন সুমিত। কারণ নটউইল ইভেন্টের সঙ্গে নীরজ চোপড়া ক্লাসিকের সময় মিলছিল না। এরপর অবশ্য ভবিষ্যতে সুযোগ পেলে নীরজের সঙ্গে খেলতে চাইবেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.