সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হতাশার হার পিভি সিন্ধুর। বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালেই থামল ভারতের ব্যাডমিন্টন তারকার দৌড়। ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমা ওয়ারদানি কাছে ১৪-২১, ২১-১৩, ১৬-২১ ব্যবধানে হেরে গেলেন তিনি। সেমিফাইনালে উঠলে কেরিয়ারের ষষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়নশিপ মেডেল নিশ্চিত করতে পারতেন তিনি।
প্রি কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বাছাই ওয়াং ঝি ওয়াইকে হারিয়েছিলেন সিন্ধু। কিন্তু নবম বাছাই ওয়ারদানির কাছে প্যারিসে প্রথম থেকেই পিছিয়ে পড়েন ভারতীয় শাটলার। প্রথম সেটেই ১৪-২১ ব্যবধানে হারেন তিনি। দ্বিতীয় সেটে কামব্যাকের স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। একের পর এক আনফোর্সড এররও করেন চিনের প্রতিযোগী। দ্রুত সিন্ধু ১০-২ ব্যবধানে এগিয়ে যান। তবে ১৬-৭ ব্যবধানে এগিয়ে থাকার সময় ওয়ারদানি টানা চারটি পয়েন্ট জিতে ব্যবধান কমান। কিন্তু ওই সেটে সিন্ধুকে আর বিপাকে ফেলতে পারেননি।
তৃতীয় সেটেও একটা সময় পাল্লা দিয়ে লড়াই চলেছিল। কিন্তু যখন ১৭-১৬ স্কোর, সেখান থেকে ম্যাচ বিশ্বের ১৫ নম্বর তারকা সিন্ধুর হাত থেকে বেরিয়ে যায়। টানা ৪ পয়েন্ট জিতে সেমিফাইনালে উঠে যান ওয়ারদানি। ২০১৯-এ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন সিন্ধু। এছাড়া এই টুর্নামেন্টে দুটি ব্রোঞ্জ ও দুটি রুপোও জিতেছেন তিনি।
এর আগে মিক্সড ডবলসে ভারতীয় জুটি তনিশা ক্রাস্টো ও ধ্রুব কাপিলা কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায়। ফলে ডবলসে সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টির জুটিই একমাত্র মেডেলের ভরসা ভারতের। কোয়ার্টার ফাইনালে তাঁরা মালয়েশিয়ার প্রতিপক্ষের মুখোমুখি হবেন।
END OF CAMPAIGN FOR PV SINDHU! 💔
She lost to Wardani 14-21, 21-13, 16-21 in the Quarter of the Badminton World Championship!
Well Played! 👏
— The Khel India (@TheKhelIndia)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.