সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে ইচ্ছা থাকলেই উপায় হয়। সে প্রবাদ বাক্যই ফের বাস্তবায়িত করে দেখালেন ৪০ বছরের অচন্ত্য শরৎ কমল। এই বয়সেও হাসতে হাসতে দেশকে সোনা এনে দিলেন। তাঁর হাত ধরেই ১৬ বছর পর কমনওয়েলথের মঞ্চে টেবিল টেনিসে ফের রচিত হল ইতিহাস। আরও একটি সোনা এল ভারতে। আবার ব্যাডমিন্টনের ডাবলসেও সোনা ঘরে তুলল ভারতীয় জুটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হারে সোনালি স্বপ্ন অধরাই রয়ে গেল ভারতের পুরুষ হকি দলের।
এদিন ৪-১ ব্যবধানে শরৎ কমল হারান লিয়াম পিচফোর্ডকে। পুরুষ সিঙ্গলসের ফাইনালে তাঁর পক্ষে ম্যাচের ফল ১১-১৩, ১১-৭, ১১-২, ১১-৬, ১১-৮। এই নিয়ে দ্বিতীয়বার টেবিল টেনিসের সিঙ্গলসে সোনা পেল ভারত। চলতি কমনওয়েলথে (Commonwealth Games 2022) পুরুষ সিঙ্গলসের পাশাপাশি পুরুষদের টিম এবং মিক্সড ডাবলসেও সোনা জয়ের নজির গড়েন তিনি। এছাড়াও পুরুষ ডাবলসে রুপো ঘরে তুলেছেন তিনি।
! does it in style winning his second ever Men’s Single in
— Team India (@WeAreTeamIndia)
শরতের চূড়ান্ত সাফল্যের দিন ব্যাডমিন্টনেও এল সোনা। পুরুষ ডাবলসের ফাইনালে ইংল্যান্ডের বেন লেন ও সিন মেন্ডিকে ২১-১৫, ২১-১৩ স্ট্রেট গেমে উড়িয়ে দিয়ে সোনার ইতিহাস রচনা করলেন সাত্ত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টী। এই নিয়ে ব্যাডমিন্টনে এল তৃতীয় সোনা। সাত্ত্বিক-চিরাগের আগে মহিলা এবং পুরুষ সিঙ্গলসে সোনা ঘরে তোলেন পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন।
!
Team Men’s Doubles pair of & win the in defeating Ben Lane & Sean Vendy of 21-15;21-13
— Team India (@WeAreTeamIndia)
তবে এদিন খানিকটা হতাশ করলেন ভারতীয় হকি তারকারা (Indian Hockey Team)। গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেও পরাস্ত হতে হয়েছিল হরমনপ্রীত কৌরদের। ক্রিকেটের পর এবার সেই অজি বাহিনীর কাছে লজ্জার হার ভারতীয় হকি দলেরও। মনপ্রীতদের ৭ গোলের মালা পরাল অস্ট্রেলিয়া। তাদের সামনে কোনওরকম রক্ষণই গড়ে তুলতে পারলেন না মনদীপ, জার্মানপ্রীতরা। যেন অসহায়ভাবেই আত্মসমর্পণ করলেন তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.