Advertisement
Advertisement
Arshad Nadeem

রিহ্যাবও করতে হয় বন্ধুর টাকায়! পাক প্রশাসনকে তুলোধোনা আরশাদের কোচের

কী বলেছেন নাদিমের কোচ?

Rehab has to be done with a friend's money! Arshad Nadeem's coach slams Pak administration
Published by: Prasenjit Dutta
  • Posted:October 11, 2025 8:57 pm
  • Updated:October 11, 2025 9:40 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি। কোনওরকমে ফাইনালে উঠে সেখানে দশম স্থানে শেষ করেন। তিনি আরশাদ নাদিম। কেন এত খারাপ পারফরম্যান্স, সেই ফিরিস্তি পর্যন্ত চেয়েছিল পাকিস্তান স্পোর্টস বোর্ড। জবাবে পিএসবি’কেই একহাত নিলেন জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমের কোচ সলমন ইকবাল। জানালেন, নাদিমকে রিহ্যাব করতে হয়েছে বন্ধুর টাকায়। এ ব্যাপারে কোনও সাহায্য করেনি পাকিস্তানি অ্যাথলেটিক্স সংস্থা।

Advertisement

পাকিস্তান স্পোর্টস বোর্ডকে কাঠগড়ায় তুলে সলমন বলেন, “কাফ মাসলের সমস্যার কারণে অস্ত্রোপচার করতে হয়েছিল আরশাদের। টোকিওর আবহাওয়া বেশ গরম এবং আর্দ্র ছিল। খেলা হয়েছিল হার্ড ট্র্যাকে। যার প্রভাব পড়েছে পারফরম্যান্সে।” উল্লেখ্য, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাত্র ৮২.৭৫ মিটার থ্রো করেছিলেন নাদিম।

নাদিম যখন সাফল্য পান, পাকিস্তানি সমর্থকরা সেলিব্রেশন করেন। সলমন বলছেন, কখনও যদি নাদিম প্রত্যাশা পূরণে ব্যর্থ হন, তাহলে সমর্থকদের উচিত নাদিমের পাশে দাঁড়ানো। তাছাড়াও তিনি পিএসবি’কে মনে করিয়ে দেন, চোটের পর দক্ষিণ আফ্রিকায় নাদিমের জন্য রিহ্যাবের ব্যবস্থা করতে ঘনিষ্ঠ বন্ধুর সাহায্য নিতে হয়েছিল।

হতাশ কোচ আরও জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় নাদিমের রিহ্যাবের সময় পিএসবি কোনও ব্যবস্থা নেয়নি। ২০২২ সালে কমনওয়েলথ গেমস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে নাদিম জিতেছিলেন সোনা এবং রুপো। ২০২৪-এ প্যারিস অলিম্পিকে জিতেছিলেন সোনার পদক। সেই নাদিমকে কেন অন্যের কাছ থেকে অর্থসাহায্য চাইতে হচ্ছে, এ ব্যাপারে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে আরশাদের কোচ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন পাকিস্তান স্পোর্টস বোর্ডের গাফিলতির কথা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ