Advertisement
Advertisement
Aman Sehrawat

ভিনেশ কাণ্ডের ছায়া! বাড়তি ওজনের জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাতিল অলিম্পিকে পদকজয়ী আমন

তবে গোটা ঘটনায় আমনকেই দায়ী করা হচ্ছে।

Report says Aman Sehrawat fails weight test, disqualified from Wrestling Worlds
Published by: Arpan Das
  • Posted:September 14, 2025 5:51 pm
  • Updated:September 14, 2025 5:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিকে মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য কুস্তির ফাইনালে নামতে পারেননি ভিনেশ ফোগাট। এবার বেশি ওজনের জন্য বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়লেন ভারতীয় কুস্তিগির আমন শেহরাওয়াত। যিনি প্যারিস অলিম্পিক থেকে ভারতকে পদক এনে দিয়েছিলেন।

Advertisement

জাগ্রেবে বিশ্ব কুস্তি চাম্পিয়নশিপে পুরুষদের ফ্রিস্টাইল কুস্তিতে ৫৭ কেজি বিভাগে নামার কথা ছিল আমনের। তবে সংবাদসংসস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, মাত্র ১.৭ কেজি বাড়তি ওজনের জন্য লড়াইয়ে নামা হল না ২২ বছর বয়সি কুস্তিগিরের। প্যারিসে ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে পুয়ের্তো রিকোর দারিয়ান ক্রুজকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিলেন আমন। অনেকেই মনে করেছিলেন, জাগ্রেবে নামলে পদক আনতে পারতেন আমন।

তবে গোটা ঘটনায় আমনকেই দায়ী করা হচ্ছে। কারণ গত ২৫ আগস্ট জাগ্রেবে প্রস্তুতির জন্য পৌঁছন তিনি। ফলে ওজন নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট সময় ছিল তাঁর কাছে। দলের এক সূত্র জানিয়েছেন, “বিষয়টা যথেষ্ট হতাশাজনক। আমন কেন ওজন নিয়ন্ত্রণ করতে পারল না, সেটা ভেবে অবাক লাগছে। ও যখন ওজন মাপার জন্য দাঁড়ায়, তখন দেখা যায় ১৭০০ গ্রাম বেশি। সেটা একেবারেই গ্রহণযোগ্য নয়। কীভাবে এতটা ওজন বাড়ল আমরা বুঝতেই পারছি না।”

আগস্ট মাসেই অনূর্ধ্ব-২০ বিভাগের বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বাড়তি ওজনের ছিটকে গিয়েছিলেন নেহা সাংওয়ান। ফের একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় অনেকেই অসন্তুষ্ট। আমনের বিষয়ে দলের এক কোচ জানিয়েছেন, “সরকার একজন কুস্তিগিরের পিছনে ৭-৮ লক্ষ টাকা খরচ করছে। ওজন নিয়ন্ত্রণে রাখা তাঁদের দায়িত্ব।” উল্লেখ্য, মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজন থাকায় প্যারিস অলিম্পিকের ফাইনালে নামার অনুমতি পাননি ভিনেশ। পরে জানা যায়, সারারাত ধরে ওজন কমাতে চেষ্টা করেছিলেন তারকা কুস্তিগির। এমনকী অসুস্থও হয়ে পড়েছিলেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement