সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার কাঁটা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোওয়া জরুরি। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে হাত পরিষ্কার রাখতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রকাশিত নিয়মাবলিতে এই বিষয়টিগুলির উল্লেখ রয়েছে। তারপরই দেশের সমস্ত রাজ্যের প্রশাসন প্রত্যেক নাগরিককে নিয়মিত হাত ধোয়ার কথা ঘুরিয়ে-ফিরিয়ে মনে করে দিচ্ছে। তবে সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব পন্থা নিয়েছেন সেলেবরা। করোনার সঙ্গে লড়াইয়ে এবার কোমর বেঁধে আসরে নেমে পড়েছেন খেলা ও বিনোদুনিয়ার তারকারা।
নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে করোনা মোকাবিলায় কী ভূমিকা পালন করছেন শচীন তেণ্ডুলকর, দীপিকা পাড়ুকোনরা! আসলে সচেতনতা ছড়িয়ে দিতে সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করেছেন সেলেবরা। নেটদুনিয়ায় একে-অপরের দিকে সেফ হ্যান্ড চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তাঁরা। কী এই সেফ হ্যান্ড চ্যালেঞ্জ। WHO-এর নিয়ম মেনে ১১ ধাপে সঠিক পদ্ধতিতে হাত ধুয়ে কিংবা অ্যালকোহল-যুক্ত স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে সেই ভিডিও পোস্ট করতে হবে সোশ্যাল মিডিয়ায়। একজন চ্যালেঞ্জ শেষ করে অন্যকে চ্যালেঞ্জ জানাবেন। জনসাধারণ যাতে প্রিয় তারকাদের দেখে উদ্বুদ্ধ হন, সেটাই এর মূল উদ্দেশ্য।
Thank You , for nominating me for the Challenge! surely is an uphill health and public safety task, but all of us are in this fight together!I further nominate , and to take up this challenge!
— Deepika Padukone (@deepikapadukone)
Thank you Ms for the challenge. Definitely we all can help slow the spread of
I now challenge Make sure everyone wash yours hands properly— Pvsindhu (@Pvsindhu1)
ইতিমধ্যেই এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বলি ডিভা দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা-সহ আরও অনেকে। ক্রিকেট ঈশ্বর শচীন তেণ্ডুলকর থেকে অলিম্পিকে রুপোজয়ী পিভি সিন্ধু- সকলেই চ্যালেঞ্জ নিয়ে ভিডিও পোস্ট করেছেন। ১৩ মার্চ থেকে শুরু হওয়া এই সেফ হ্যান্ড চ্যালেঞ্জই এখন সোশ্যাল মিডিয়ার চর্চায়। নেটদুনিয়ায় এখন ট্রেন্ডিং হয়ে গিয়েছে #SafeHands Challenge।
हम सभी कोरोना वायरस (COVID-19) की वजह से चिंतित है।
इस वायरस को फैलने से रोकने के लिए जो एक आसान सी चीज़ हम कर सकते है वो है अपने हाथों को स्वच्छ रखना।
हाथों को 20 सेकंड तक साबुन के साथ धोना अनिवार्य है। हमेशा अपने हाथों को अच्छे से धोएं।
— Sachin Tendulkar (@sachin_rt)
I accept your challenge
We all can definitely stop the spread of , I now challenge ji, to make sure everyone washes hands properly.— Kiren Rijiju (@KirenRijiju)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.