সংবাদ প্রতিদিন ভবানীপুর: ১৬ (ডেভিড-২, রোলুহপুইয়া-২. লালতুলাংজেলা-২, জয়েশ-২, সামসাদ-২, শুভ-২, কিমা, নিখিল, শচীন, এফরাহিম)
গোলাজো এফসি: ২ (ফায়াজ, শোয়েব)
স্টাফ রিপোর্টার: জয় দিয়ে জাতীয় ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করল সংবাদ প্রতিদিন ভবানীপুর। প্রতিযোগিতায় তারাই এবার বাংলার একমাত্র প্রতিনিধি। রাজ্য চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবারই প্রথম জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছে তারা। উত্তরাখণ্ডের রুদ্রপুরে প্রথম ম্যাচেই বাংলার এই ক্লাব ১৬-২ গোলে উড়িয়ে দিয়েছে গতবারের রানার্স গোলাজো এফসি-কে। সংবাদ প্রতিদিন ভবানীপুরের হয়ে দু’টি করে গোল করেন ডেভিড, রোলুহ পুইয়া, লালতুলাংজেলা, জয়েশ সুতার, সামসাদ আলি ও শুভ খাটুয়া। এছাড়া কিমা, নিখিল মালি, শচীন পাটিল ও এফরাহিম একটি করে গোল করেন।
এদিন প্রথমার্ধে বিশেষ ভালো পারফর্ম করতে পারেনি সংবাদ প্রতিদিন ভবানীপুর। তবে তারপরও ৪-২ গোলে এগিয়ে ছিল বাংলার দলটি। প্রথমার্ধের শেষদিকে গোলাজোর মহম্মদ জসিম লাল কার্ড দেখায় কিছুটা সুবিধা হয় তাদের। এরপর দ্বিতীয়ার্ধে রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে ওঠে সংবাদ প্রতিদিন ভবানীপুর। এই অর্ধে একডজন গোল করেন সামসাদ, শুভরা। ম্যাচ শেষে সংবাদ প্রতিদিন ভবানীপুরের কোচ জোশুয়া ভাজ বলছিলেন, “প্রথম ম্যাচ হিসাবে জয়টা ভালোই লাগছে। অনেকে গোল করেছে। সেটাও ইতিবাচক। তাছাড়া প্রতিপক্ষের আক্রমণও আমরা দারুণভাবে সামলেছি। পরের ম্যাচগুলিতে সেটা আমাদের কাজে লাগবে।”
তবে দলের প্রথমার্ধের পারফরম্যান্সে বিশেষ খুশি নন তিনি। বাংলার প্রতিনিধি সংবাদ প্রতিদিন ভবানীপুরের হেডস্যর বলছিলেন, “প্রথমার্ধের খেলায় আমি খুশি নই। দলের অনেক উন্নতির জায়গা রয়েছে। পরের ম্যাচের আগে সেগুলি শুধরে নেওয়ার চেষ্টা করব।” গত মরশুমে ফুটবলে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। পাশাপাশি আইএসএল কাপ এবং শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। এবার ফুটসলেও সেই লক্ষ্য নিয়েই নেমেছে বাংলার প্রতিনিধি সংবাদ প্রতিদিন ভবানীপুর। পরের ম্যাচে শনিবার তাদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন করবেট এফসি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.