সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ভারতীয় হিসাবে অ্যাথলেটিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন সর্বেশ কুশারে। রবিবার হাই জাম্পের ফাইনালে উঠলেন তিনি। অতীতে কোনও ভারতীয় অ্যাথলেটিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপে হাই জাম্পের ফাইনালে উঠতে পারেননি। ইতিহাসের সেই চাকা ঘুরিয়ে দিলেন সর্বেশ। উল্লেখ্য, এই ইভেন্টের ফাইনালে উঠতে পারেননি টোকিও অলিম্পিকে সোনাজয়ী হাই জাম্পার জিয়ানমার্কো তাম্বেরি।
রবিবার হিটের দ্বিতীয় চেষ্টায় ২.২৫ মিটার লাফান সর্বেশ। ওই লাফেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে ফেলেন তিনি। যদিও সর্বেশের ব্যক্তিগত রেকর্ড ২.২৭ মিটার লাফের। কিন্তু তার থেকে কম লাফ দিয়েই ইতিহাস নিশ্চিত করে ফেলেছেন ৩০ বছর বয়সি অ্যাথলিট। ভারতীয় ক্রীড়ার দুনিয়ায় ইতিহাস গড়েও সর্বেশের পাখির চোখ এখন ফাইনাল। খেতাবি যুদ্ধের টিকিট অর্জন করে তিনি বলছেন, ফাইনালে নিজের সেরাটা উজাড় করে দেবেন।
তবে ইতিহাস গড়ার পর্বের সূচনাটা হয়েছিল অত্যন্ত অভাবের মধ্যে। সর্বেশের বাবা পেশায় পেঁয়াজ চাষি। তুলো আর পুরনো কাপড় দিয়ে ম্যাট তৈরি করে হাই জাম্পে সর্বেশের হাতেখড়ি। ২০১৬ সালে ভারতীয় সেনায় যোগ দেন সর্বেশ। সেখান থেকেই তাঁর জীবনের মোড় ঘুরে যায়। চাকরিজীবন শুরুর পর প্রথম পেশাদার হাই জাম্পের জুতো কেনেন সর্বেশ। ২০১৯ সালে কাঠমান্ডুর সাউথ এশিয়ান গেমসে সোনা জেতেন। গতবছর চোট সত্ত্বেও প্যারিস অলিম্পিকে অংশ নিয়েছিলেন। তবে ২৫তম স্থানে শেষ করেন।
চলতি বছরেই ব্যক্তিগত সেরা জাম্প দিয়েছেন সর্বেশ। এবার তাঁর সামনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জয়ের হাতছানি। তবে সর্বেশ বলছেন, কোয়ালিফাইং রাউন্ডের তুলনায় ফাইনালের লড়াই অনেক কঠিন। বিশ্বমানের প্রতিযোগীদের সঙ্গে টক্কর দিতে হয়। মাত্র একদিনের ব্যবধানে ফাইনালে নামতে হবে। কঠিন চ্যালেঞ্জ সত্ত্বেও ফাইনাল নিয়ে আত্মবিশ্বাসী সর্বেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.