Advertisement
Advertisement
Satwik-Chirag

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ইতিহাস, পদক নিশ্চিত সাত্ত্বিক-চিরাগের

শুরু থেকেই ভারতীয় জুটি ছিলেন আক্রমণাত্মক।

Satwik-Chirag create history, secure medals at World Badminton Championships

ছবি BWF

Published by: Prasenjit Dutta
  • Posted:August 30, 2025 8:35 am
  • Updated:August 30, 2025 8:40 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু হেরে যাওয়ায় মনখারাপ ছিল ভারতীয় সমর্থকদের। তবে, তাঁদের মুখে এবার হাসি ফিরবে। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ইতিহাস সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির। কোয়ার্টার ফাইনালে জিতে ব্যাডমিন্টনের এই মেগা আসরে পদক নিশ্চিত করেছে এই ভারতীয় জুটি।

Advertisement

শুক্রবার রাতে মালয়েশিয়ান জুটি অ্যারন চিয়া এবং উই ইক সোহকে ভারতীয় জুটির ঝড়ের সামনে দাঁড়াতেই পারলেন না। খেলার ফলাফল ২১-১২, ২১-১৯। ম্যাচ জিততে তাঁরা মাত্র ৪৩ মিনিট সময় নেন। এই জয়ের ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর থেকে ভারতের অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত।

শুরু থেকেই সাত্ত্বিক-চিরাগ ছিলেন আক্রমণাত্মক। যার সুবাদে ১১-৬ ব্যবধানে এগিয়ে যায় ভারতীয় জুটি। শেষমেশ প্রথম গেমটি ২১-১২ ব্যবধানে জিতে নেন তাঁরা। তবে, দ্বিতীয় গেমে প্রত্যাবর্তনের চেষ্টা করে মালয়েশীয় জুটি। একটা সময় স্কোর লাইন হয়ে যায় ১৯-১৯। এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে দ্বিতীয় গেমও জিতে নেন সাত্ত্বিক-চিরাগ।

১৫ ম্যাচে চিয়া-সোহের বিরুদ্ধে এটি ভারতীয় জুটির চতুর্থ জয়। শনিবার সেমিফাইনালে সাত্ত্বিক-চিরাগ চিনা জুটি লি ইউ এবং বো ইয়াং চেনের মুখোমুখি হতে চলেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে এটি হবে সাত্ত্বিক-চিরাগের দ্বিতীয় পদক। তাঁরা ২০২২ সালে টোকিওতে ব্রোঞ্জ পদক জিতেছিল। সেমিফাইনালে তাঁরা এই মালয়েশিয়ান জুটির কাছে পরাজিত হয়েছিল। প্যারিসে তাঁদের হারিয়ে মধুর প্রতিধোশ নিলেন সাত্ত্বিক-চিরাগ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ