সানিয়া-শোয়েবের বিবাহবিচ্ছেদ নিয়ে জোর চর্চা। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদকে (Sana Javed) বিয়ে করেলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিক (Shoaib Malik)। জীবনের আরেকটি নতুন ইনিংস শুরু করলেন প্রাক্তন পাক অধিনায়ক। সোশাল মিডিয়ায় নিজেই বিয়ের খবর দিয়েছেন শোয়েব। এটা শোয়েবের তৃতীয় বিয়ে। প্রাক্তন পাক ক্রিকেটারের নতুন জীবনসঙ্গী সানা জাভেদের গত বছর বিয়ে ভাঙে। তিনি বিয়ে করেছিলেন সঙ্গীতশিল্পী উমেইর জসওয়ালকে। সানিয়া-শোয়েবের বিয়ে ভাঙার পর থেকেই দুই দেশের দুই ক্রীড়াব্যক্তিত্বকে নিয়ে জোর চর্চা।
এই আবহেই শাহরুখ খানের পুরনো একটি ভিডিও নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। তখন সদ্য বিয়ে করেছেন সানিয়া ও শোয়েব। একটি অনুষ্ঠানে শাহরুখ একটাই প্রশ্ন আলাদা আলাদা করে করেছিলেন ভারতের টেনিস তারকা সানিয়া (Sania Mirza) ও পাক অধিনায়ক শোয়েব মালিককে। শোয়েবকে কেন বিয়ে করেছিলে? সানিয়াকে এই প্রশ্ন করেন কিং খান। তার উত্তরে ভারতের তারকা টেনিস খেলোয়াড় সানিয়া বলেছিলেন, ”ওর মধ্যে অনেক গুণ দেখেছিলাম। শোয়েব খুবই লাজুক স্বভাবের। তবে ও খুব বেশি কথা বলে না।” শোয়েবকে কথা বলানোর জন্য শাহরুখের সাহায্য চান সানিয়া। বলেন, ”আপনি ওকে একটু কথা বলা শিখিয়ে দেবেন।”
View this post on InstagramAdvertisement
একই প্রশ্নের উত্তরে শোয়েব মালিক বলেছিলেন, ”ভালো করে কিছু বুঝে ওঠার আগেই তো বিয়ে হয়ে গেল।” এখন এসব অতীত হয়ে গিয়েছে। রূপকথার মতো ছিল শোয়েব-সানিয়ার বিয়ে। অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে শোয়েব ও সানিয়ার মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের বরফ তখনও গলেনি। এরকমই এক পরিস্থিতিতে দুই দেশের দুই ক্রীড়াব্যক্তিত্বের প্রেম জমে উঠেছিল। ২০১০ সালে শোয়েব ও সানিয়ার প্রেম পরিণতি পায়। বিয়ে করেন তাঁরা। সেই বিয়ে ভেঙে গেল চোদ্দো বছর পরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.