সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস প্যারালিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এবার প্যারা আর্চারি বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সাফল্য অব্যাহত শীতল দেবীর। শনিবার দক্ষিণ কোরিয়ায় বিশ্বচ্যাম্পিয়ন হয়ে সোনালি ইতিহাস লিখলেন শীতল দেবী।
তুরস্কের বিশ্বের এক নম্বর ওজনুর কিউর গির্দিকে ১৪৬-১৪৩ ব্যবধানে হারিয়েছেন ভারতীয় তিরন্দাজ। এর সঙ্গে সঙ্গে মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছেন শীতল দেবী। আর্চারি বিশ্ব চ্যাম্পিয়নশিপে সব মিলিয়ে এটা তৃতীয় পদক তাঁর। এর আগে তিনি রুপো এবং ব্রোঞ্জ পদকও জিতেছেন।
আর্চারি বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত একটা দিনের শেষে ১৮ বছয় বয়সি এই তিরন্দাজের প্রাপ্তি তিনটি পদক (সোনা, রুপো এবং ব্রোঞ্জ)। ব্যক্তিগত ইভেন্টে তো বটেই, মহিলাদের দলগত ইভেন্টে রুপোর পদক এবং মিশ্র দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন ২০২৪ প্যারালিম্পিকে ব্রোঞ্জ জেতা সর্বকনিষ্ঠ ভারতীয় পদকজয়ী। উল্লেখ্য, ফোকোমেলিয়া নামে একটি বিরল রোগে আক্রান্ত তিনি। এর ফলে দু’টি হাত হারাতে হয়েছে তাঁকে।
মহিলাদের দলগত ইভেন্টের ফাইনালে সরিতাকে সঙ্গে নিয়ে তুরস্কের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে সামান্যের জন্য হার স্বীকার করেন তিনি। ফাইনাল রাউন্ড পর্যন্ত ম্যাচটি ১৩২-১৩২ সমতায় ছিল। গোটা ম্যাচে সরিতা অসাধারণ খেলেন। কিন্তু শেষ প্রচেষ্টায় তাঁর পয়েন্ট হয় ৭। ফলে ১৫২-১৪৮ ব্যবধানে ভারতকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেয় তুরস্ক। তাছাড়াও মিশ্র দলগত ইভেন্টে তোমান কুমারের সঙ্গে গ্রেট ব্রিটেনের জোডি গ্রিনহ্যাম এবং নাথান ম্যাককুইনকে ১৫২-১৪৯ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতেন শীতল দেবী।
MEET THE WORLD PARA ARCHERY CHAMPION
– Just 18, India’s Sheetal Devi
— The Khel India (@TheKhelIndia)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.