Advertisement
Advertisement
Shooting World Cup

সুযোগ পাননি প্যারিস অলিম্পিকে, শুটিং বিশ্বকাপে সোনা জয় ভারতের রুদ্রাংশের

আশা জাগিয়েও পদক জিততে পারলেন না অর্জুন বাবুটা।

Shooting World Cup: Rudrankksh Patil wins Gold with dominant performance in men’s 10m Air Rifle

রুদ্রাংশ পাটিল।

Published by: Arpan Das
  • Posted:April 7, 2025 4:21 pm
  • Updated:April 7, 2025 4:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর প্যারিস অলিম্পিকের ভারতীয় শুটিং দলে জায়গা পাননি। তারপর ৯ মাস কেটে গিয়েছে। এবার রাইফেল বিশ্বকাপে সোনা জিতে সেই যন্ত্রণা থেকে উত্তরণ ঘটল ভারতের রুদ্রাংশ পাটিলের। আর্জেন্টিনার বুয়োনেস আইরেসে আয়োজিত আইএসএসএফ বিশ্বকাপের ১০ মিটার এয়ার রাইফেলে সেরা হলেন ২১ বছর বয়সি শুটার। যদিও আশা জাগিয়েও পদক জিততে পারলেন না অর্জুন বাবুটা।

Advertisement

গতবছর একেবারে শেষ মুহূর্তে অলিম্পিকের ট্রায়ালে হেরে গিয়েছিলেন রুদ্রাংশ। তারপর মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মহারাষ্ট্রের শুটার। রবিবার রাইফেল বিশ্বকাপে দাপটের সঙ্গে সমস্ত কষ্ট ভুললেন তিনি। সোনার লড়াইয়ে হাঙ্গেরির ইস্তভান পেনিকে হারান তিনি। ফাইনালে রুদ্রাংশের স্কোর ২৫২.৯। 

প্রথম সিরিজে পেনির থেকে ০.৪ ব্যবধানে এগিয়ে ছিলেন তিনি। দ্বিতীয় সিরিজে ব্যবধান ছিল ০.৭ পয়েন্ট। এলিমিনেশন পর্বেও দাপট বজায় রেখেছিলেন রুদ্রাংশ। এর আগে ২০২২-র বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার রাইফেল ও ২০২৩-র কায়রো বিশ্বকাপের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন তিনি। যদিও হতাশ করলেন অর্জুন। যোগ্যতা অর্জন পর্বে শীর্ষে থেকেও ফাইনালে তিনি শেষ করেন সপ্তম স্থানে। তাঁর স্কোর ১৪৪.৯।

ম্যাচের পর রুদ্রাংশ বলেন, “আমি খুব খুশি। যোগ্যতা অর্জন পর্ব থেকেই ভালো খেলতে শুরু করি। তখনই বিশ্বাস ছিল ফাইনালে ভালো খেলব। স্কোর কী হয়, সেটা নিয়ে ভাবিনি। বাড়তি চিন্তা দূরে রেখেই সাফল্য এসেছে।” অভিনব বিন্দ্রার পর প্রথম ভারতীয় হিসেবে রাইফেল বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ