সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন পাক হকি খেলোয়াড় ও এক ফিজিওথেরাপিস্টকে আজীবন নিষিদ্ধ করা হল। গত মাসে নেদারল্যান্ডস ও পোল্যান্ডে অনুষ্ঠিত নেশনস কাপে খেলতে গিয়ে হল্যান্ডের কাছ থেকে আশ্রয় চেয়েছিলেন তাঁরা। পরে পাকিস্তান ছেড়ে চলেও যান। সেই কারণে পাক হকি দলের তিন খেলোয়াড় ও ফিজিওকে আজীবন নির্বাসিত করা হয়েছে। এই তিন পাক খেলোয়াড় হলেন, মুর্তাজা ইয়াকুব, ইহেতশ্যাম আসলাম এবং আবদুর রহমান।
ফিজিওথেরাপিস্ট ওয়াকাসকেও একই কারণে নির্বাসিত করা হয়েছে। তাঁরা যে নেদারল্যান্ডসের আশ্রয় চাইছেন, সেই ব্যাপারে বিন্দুবিসর্গ জানত না পাকিস্তান হকি ফেডারেশন।
পাকিস্তান হকি ফেডারেশনের সেক্রেটারি জেনারেল রানা মুজাহিদ ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে বলেন, ”টুর্নামেন্ট খেলে দল দেশে ফেরার পরে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হয়, সেই সময়ে তিন সদস্য জানায়, বিশেষ কারণের জন্য ওরা ক্যাম্পে যোগ দিতে পারবে না। পরে জানতে পারি নেশনস কাপের ভিসা ব্যবহার করে ওরা নেদারল্যান্ডসের কাছ থেকেই আশ্রয় চেয়েছে।”
মুজাহিদ গোটা অধ্যায়কে অত্যন্ত হতাশাজনক বলে উল্লেখ করেন। সমস্ত ঘটনা জানার পরে তিন প্লেয়ার এবং এক ফিজিওথেরাপিস্টের উপরে পাকিস্তান হকি ফেডারেশনের আজীবন নির্বাসনের খাঁড়া নেমে আসে। রানা মুজাহিদ আরও বলেন, ”আমরা অন্তর্বর্তী ও বিদেশমন্ত্রককে ওদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ করার জন্য জানিয়েছি।”
তবে পাক খেলোয়াড়দের এহেন আচরণের ফলে আগামিদিনে বিদেশের টুর্নামেন্টে অংশগ্রহণের উপরে রীতিমতো প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.