সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিকের (Tokyo Olympics) ইতিহাসে অ্যাথলেটিক্সে দেশকে প্রথম সোনা এনে দিয়েছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। ফাইনালে প্রথম দুই থ্রোয়েই প্রতিদ্বন্দ্বীদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছিলেন নীরজ। তারপর স্রেফ সময়ের অপেক্ষা। শেষপর্যন্ত অবশ্য বাকি প্রতিযোগীদের পিছনে ফেলে দেশকে সোনা উপহার দিলেন ভারতীয় সেনার জওয়ান। আর এরপর গোটা দেশ থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি।
ইতিমধ্যে নীরজকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kovind), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। টুইটে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Cm Mamata Banerjee)। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, “নীরজ চোপড়া দুরন্ত জয় পেয়েছেন। জ্যাভলিনে তোমার সোনা সমস্ত প্রতিবন্ধকতাকে ভেঙে দিয়ে ইতিহাস তৈরি করেছে। নিজের প্রথম অলিম্পিকেই দেশকে অ্যাথলেটিক্সে পদক এনে দিয়েছ তুমি। তোমার এই সাফল্য গোটা দেশের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। অনেক অভিনন্দন।”
Unprecedented win by Neeraj Chopra!Your javelin gold breaks barriers and creates history. You bring home first ever track and field medal to India in your first Olympics. Your feat will inspire our youth. India is elated! Heartiest congratulations!
— President of India (@rashtrapatibhvn)
History has been scripted at Tokyo! What has achieved today will be remembered forever. The young Neeraj has done exceptionally well. He played with remarkable passion and showed unparalleled grit. Congratulations to him for winning the Gold.
— Narendra Modi (@narendramodi)
Just spoke to and congratulated him on winning the Gold! Appreciated his hardwork and tenacity, which have been on full display during . He personifies the best of sporting talent and sportsman spirit. Best wishes for his future endeavours.
— Narendra Modi (@narendramodi)
এদিকে, প্রধানমন্ত্রী মোদি নীরজের জয়ে উচ্ছ্বসিত হয়ে লিখেছেন, “টোকিওতে (Tokyo Olympics) ইতিহাস লেখা হল। নীরজ আজ যে সাফল্য পেল তা সারাজীবন মনে রাখার মতো। তরুণ নীরজ দুরন্ত পারফর্ম করেছে। টোকিওতে সোনা জেতার জন্য অনেক অভিনন্দন।” বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ইতিহাস তৈরি হল। অলিম্পিকে সোনা জেতার জন্য জ্যাভলিন থ্রোয়ার নীরজের জন্য খুব গর্বিত। আজ গোটা দেশ তাঁর এই সাফল্যে খুশি। অনেক অনেক অভিনন্দন।” এছাড়া রাজনৈতিক নেতা থেকে শুরু করে ক্রীড়াদুনিয়া, বলিউড-টলিউডের তারকারাও নীরজকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। এছাড়া হরিয়ানা সরকার থেকে শুরু করে কেন্দ্র প্রত্যেকেই নীরজের জন্য পুরস্কারও ঘোষণ করেছে। এছাড়া আনন্দ মহিন্দ্রাও তাঁকে একটি গাড়ি উপহার দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিসিসিআইয়ের পক্ষ থেকেও নীরজকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
History has been scripted!
Beyond proud of Javelin thrower for winning the Gold Medal at the !
Today, the entire nation shall rejoice in this glorious victory! Many, many Congratulations to you!
— Mamata Banerjee (@MamataOfficial)
नीरज ने जैवेलिन को पहुंचाया सूरज तक!
India shines brighter today because of you, Neeraj.
Your javelin carried the tricolour 🇮🇳 all the way and made it flutter with the pride of every Indian.
What a moment for Indian sport!
— Sachin Tendulkar (@sachin_rt)
It’s a GOLD 🥇Heartiest Congratulations on creating history. You’re responsible for a billion tears of joy! Well done !
— Akshay Kumar (@akshaykumar)
What a win! Congratulations .
— Prosenjit Chatterjee (@prosenjitbumba)
Our athletes have made the country proud by finishing on the podium at . The acknowledges their stellar efforts and we are delighted to announce cash prizes for the medallists.
— Jay Shah (@JayShah)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.