সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি টোকিও প্যারালিম্পিকে (Tokyo Paralympics 2020) একের পর এক নজির গড়ছেন ভারতীয় অ্যাথলিটরা। দিনের শুরুতে সোনার পর ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছিলেন অবনী লেখারা। আর দিনের শেষে নয়া রেকর্ডের মালিক হলেন তীরন্দাজ হরবিন্দর সিং। প্রথম ভারতীয় প্যারালিম্পিয়ান হিসেবে ভারতকে পদক এনে দিলেন তিনি।
এদিন পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে কোরিয়ার কিম মিন সুয়ের মুখোমুখি হয়েছিলেন বিশ্বের ২৩ নম্বর হরবিন্দর সিং (Harvinder Singh)। যেখানে শুরুটা ভালই করেছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। কোরিয়ান তারকা ম্যাচ জিতে নেন ৬-৫ (২৬-২৪, ২৭-২৯, ২৮-২৫, ২৫-২৫, ২৬-২৭) (১০-৮)-এ। তবে ততক্ষণে ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলেন হরবিন্দর। ২০১৮ এশিয়ান গেমসে হিসেবে একমাত্র ভারতীয় প্যারালিম্পিয়ান হিসেবে দেশকে সোনা এনে দিয়ে নজির গড়েছিলেন তিনি। এবার টোকিওর মঞ্চেও দেশের নাম উজ্জ্বল করলেন।
A Historic Day 📚🤩
🔷Praveen Kumar sets Asian Record, winning
🔷Avani Lekharia becomes first woman to win two medals with her
🔷Harvinder Singh wins ‘s first medal with his
— #Tokyo2020 for India (@Tokyo2020hi)
অর্থনীতিতে স্কলার হরবিন্দর সেমিফাইনালে মার্কিন তীরন্দাজির কাছে পরাস্ত হয়েছিলেন। তবে মনোবল দমেনি এতটুকু। শেষমেশ ব্রোঞ্জ ঘরে তুলে দেশকে গর্বিত করলেন তিনি। তাঁর সাফল্যে জন্য টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লেখেন, এই ব্রোঞ্জ পদক জয় ঐতিহাসিক। কারণ প্যারালিম্পিকে প্রথমবার তীরন্দাজিতে কোনও পদক এল। হরবিন্দরকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও। তিনি লেখেন, “দেশকে স্মরণীয় একটি ম্যাচ উপহার দিয়েছ তুমি। অনেক অনেক অভিনন্দন।”
Outstanding performance by . He displayed great skill and determination, resulting in his medal victory. Congratulations to him for winning a historic Bronze medal. Proud of him. Wishing him the very best for the times ahead.
— Narendra Modi (@narendramodi)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.