Advertisement
Advertisement
Vinesh Phogat

প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র অর্জন ভিনেশের, চার মিনিটেই প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন ‘বিদ্রোহী কন্যা’

শনিবার কিরগিজস্তানে এশীয় অলিম্পিক্স যোগ্যতা অর্জন পর্বে তিনি হারিয়েছেন লরা কানিগাজিকে।

Vinesh phogat qualifies for Paris Olympics 2024

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:April 20, 2024 8:50 pm
  • Updated:April 21, 2024 11:11 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্বভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। যে কারণে দীর্ঘদিন প্রস্তুতি নিতে পারেননি ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। যদিও প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) ছাড়পত্র অর্জন করলেন এই ‘বিদ্রোহীকন্যা’।

Advertisement

শনিবার কিরগিজস্তানে এশীয় অলিম্পিক্স যোগ্যতা অর্জন পর্বে তিনি হারিয়েছেন লরা কানিগাজিকে। ম্যাচের ফলাফল ভিনেশের পক্ষে ১০-০। মাত্র সোয়া চার মিনিটের মধ্যে জিতে প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র পেয়ে গেলেন ভিনেশ। ২৯ বছর বয়সি কুস্তিগির প্যারিসে লড়বেন ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগে।

[আরও পড়ুন: ‘বিশ্বকাপে খেলতে চাই’, নাইটদের বিরুদ্ধে নামার আগে প্রত্যয়ী কার্তিক]

এর আগে দেশের ৫০ কেজি ট্রায়াল বিভাগের ট্রায়ালে ১১-৬ ব্যবধানে হারিয়েছিলেন শিবানীকে। এর পর সেমিফাইনালে জাতীয় চ্যাম্পিয়ন নির্মলা দেবীকে ১০-০ পয়েন্টে হারান ভিনেশ। তবে ভিনেশের ট্রায়ালে নামার পিছনেও রয়েছে বিতর্ক। প্যারিস অলিম্পিকের জন্য ৫০ কেজি বিভাগে শর্তসাপেক্ষে ট্রায়ালে নেমেছিলেন এই কুস্তিগির।

[আরও পড়ুন: দিনে কতবার চুমু, কখন বলবে ‘ভালোবাসি’! বান্ধবীর সঙ্গে প্রেমের ‘চুক্তি’ তারকা এনড্রিকের]

একটা সময়ে ভিনেশের এশীয় অলিম্পিক্স যোগ্যতা অর্জন পর্বে নামা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। ভারতীয় কুস্তি ফেডারেশন থেকে বলা হয়েছিল ভিনেশ অনুমতির আবেদন দেরিতে পাঠিয়েছেন। তাই কিরগিজস্তানের বিশকেকে আয়োজিত অলিম্পিক বাছাইপর্বের ছাড়পত্র তাঁকে নাও দেওয়া হতে পারে। যদিও ভিনেশের দাবি, ব্রিজভূষণ সংক্রান্ত ঘটনার জন্যই কুস্তি ফেডারেশন তাঁর সামনে নানা বাধা তৈরির চেষ্টা করছে।

যদিও সব বাধা উড়িয়ে প্যারিসে দেশের প্রতিনিধিত্ব করবেন ভিনেশ। এর আগে এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে পদক জিতেছিলেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ