সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দাবার বোর্ডে দেখা যাবে বিশ্বনাথন আনন্দকে। পাঁচবারের বিশ্বজয়ী ভারতীয় দাবাড়ু চৌষট্টি খোপের লড়াই থেকে পুরোপুরি অবসর নেননি। তবে দীর্ঘদিন দাবার প্রতিযোগিতা থেকে দূরে। এবার ‘ভিশি’কে কোন টুর্নামেন্টে দেখা যাবে?
তাঁর হাত ধরে ভারতের নতুন প্রজন্ম উঠে এসেছে বিশ্বমঞ্চ মাতাতে। ডি গুকেশ থেকে রমেশবাবু প্রজ্ঞানন্দ, নিজেদের প্রমাণ করেছেন। সেখানে বিশ্বনাথন আনন্দ শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ২০২৪-র অক্টোবরে, লন্ডনের ডব্লুআর চেস মাস্টার্সে। চ্যাম্পিয়ন হয়েছিলেন অর্জুন এরাইগিসি। এবার ফের আনন্দকে দেখা যাবে দাবার মঞ্চে।
বিশ্ব র্যাপিড ও ব্লিৎজ টিম চেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন আনন্দ। ফ্রিডম টিমের অংশ হয়ে নামতে চলেছেন তিনি। যে দলকে নেতৃত্ব দেবেন আন্তর্জাতিক দাবা ফেডারেশনের সিইও এমিল সুতোভস্কি। অন্যদিকে আনন্দ এই সংস্থার সহ-সভাপতি। এই দলে একমাত্র ভারতীয় তিনিই।
এই টুর্নামেন্টের ‘হট ফেভারিট’ ডব্লুআর চেস টিম। যাকে নেতৃত্ব দেবেন রাশিয়ার ইয়ান নেপোমনিয়াৎশি। অর্জুন ইরাইগিসি আছেন টপ বোর্ডে। সেখানে সেকেন্ড বোর্ডে থাকবেন পি হরিকৃষ্ণ। এই ইভেন্টে ভিশির ছাত্র নিহাল সারিনও খেলবেন পঞ্চম বাছাই অ্যাশদোদ এলিট দাবা ক্লাবের হয়ে। তবে বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রাজি হননি। গুকেশও এই টুর্নামেন্টে খেলবেন না।
এছাড়া বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নও ভি প্রণবও প্রথমবার এই টুর্নামেন্টে নামবেন। তাঁর সঙ্গে থাকছেন লুক লিওঁ মেনদোনকা। নিয়ম অনুযায়ী, প্রতি রাউন্ডে একজন মহিলা খেলোয়াড়ের পাশাপাশি ১ জুন প্রকাশিত FIDE রেটিং তালিকায় ২২০০-এর কম রেটিং পাওয়া খেলোয়াড় থাকতে হবে। র্যাপিড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবেন প্রায় এক কোটি টাকা। অন্যদিকে ব্লিৎজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবেন ৬৫ লক্ষ টাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.