Advertisement
Advertisement
Bengal Olympic Association

হোক ‘এক রাজ্য এক জার্সি’, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনকে পরামর্শ ক্রীড়ামন্ত্রীর

বর্তমানে বিভিন্ন খেলায় বাংলার প্রতিনিধিরা ভিন্ন ভিন্ন ডিজাইন এবং রংয়ের জার্সি পরে খেলেন।

WB Sports minister's special advice to Bengal Olympic Association

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:December 5, 2024 4:03 pm
  • Updated:December 5, 2024 4:03 pm   

স্টাফ রিপোর্টার: বিভিন্ন খেলায় বাংলার প্রতিনিধিরা ভিন্ন ভিন্ন ডিজাইন এবং রংয়ের জার্সি পরে খেলেন। এবার সেই বিষয়ে সাম্য আনার ক্ষেত্রে উদ্যোগী হতে চলেছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন। রাজ্যের সব দলের জন্য একই ডিজাইন এবং রংয়ের জার্সি তৈরি বিষয়টি খতিয়ে দেখছে তারা।

Advertisement

বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন অফিসে এসে কাজ শুরু করল বিওএ-র নবনির্বাচিত কমিটি। সভাপতি চন্দন রায়চৌধুরী, সচিব জহর দাস, কোষাধ্যক্ষ কমল মৈত্র, সহ-সভাপতি বিশ্বরূপ দে-সহ অন্যরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, ২৯ নভেম্বর বিওএ-র নবনির্বাচিত পদাধিকারীদের সঙ্গে বৈঠকে বসে কিছু পরামর্শ দিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তার মধ্যেই অন্যতম ‘এক রাজ্য এক জার্সি’। যে পদক্ষেপ প্রসঙ্গে সভাপতি চন্দন বলেন, “ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি বিভিন্ন বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছেন। তার মধ্যে বিভিন্ন খেলায় যে সব দল রাজ্যের প্রতিনিধিত্ব করবে, তাদের জন্য একইরকম জার্সি তৈরি করা। আমরা ক্রীড়ামন্ত্রীর পরামর্শ বাস্তবায়নের বিষয়ে উদ্যোগী হব।” শুধু জার্সিই নয়, বন্ধ হয়ে থাকা রাজ্য গেমস ফের শুরুর বিষয়টিও খতিয়ে দেখছে নতুন কমিটি। প্রাক্তন সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় নতুন কমিটিকে শুভেচ্ছা জানাতে বিওএ অফিসে আসেন।

অন্যদিকে, বিওএ-র শতবর্ষ উপলক্ষেও অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে নতুন কমিটি। সহ-সভাপতি বিশ্বরূপ বলেন, “সিএবি-র হীরক জয়ন্তী উপলক্ষে হিরো কাপ অনুষ্ঠিত হয়েছিল ষাট বছর পূর্তিরও দু’বছর পর। ফলে শতবর্ষের অনুষ্ঠান দেরিতে হলেও করা যেতে পারে। আমরা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করব।” আগামী জানুয়ারির শেষে উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হবে জাতীয় গেমস। সেখানে বাংলা দলের ‘সেফ-দ্য-মিশন’ হিসাবে নির্বাচিত হয়েছেন বিশ্বরূপ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ