Advertisement
Advertisement
Junior Shooting World Cup

সপ্তমীতে সাফল্য! জুনিয়র শুটিং বিশ্বকাপে ব্রোঞ্জ বাংলার অভিনবর

এই ইভেন্টে সোনা জিতেছেন ভারতেরই হিমাংশু।

West Bengal's Abhinav Saw wins bronze in Junior Shooting World Cup
Published by: Arpan Das
  • Posted:September 30, 2025 11:13 am
  • Updated:September 30, 2025 11:13 am   

স্টাফ রিপোর্টার: ষষ্ঠীতে আদ্রিয়ান কর্মকার। সপ্তমীতে অভিনব সাউ। দিল্লিতে জুনিয়র শুটিং বিশ্বকাপে পদক এল আরও এক বঙ্গসন্তানের ঝুলিতে। সোমবার ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ পেয়েছেন তিনি। এই ইভেন্টে সোনা জিতেছেন ভারতেরই হিমাংশু। এছাড়া এই ইভেন্টের মহিলা বিভাগে ‘পোডিয়াম সুইপ’ করেছেন ভারতীয় শুটাররা। প্রথম তিনে শেষ করেছেন যথাক্রমে ওজস্বী ঠাকুর, হ্রদয়া কন্দুর এবং শান্তাবী ক্ষীরসাগর। ২৫ মিটার রাপিড ফায়ার পিস্তলে রুপো এবং ব্রোঞ্জ পেয়েছেন ভারতের মুকেশ নেলাভেলি এবং সুরজ শর্মা।

Advertisement

রবিবার ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশনে রুপো পান আদ্রিয়ান। রুশ শুটার দিমিত্রি পিমেনোভের কাছে হার মেনেছিলেন বাংলার এই তরুণ শুটার। এদিন প্রথম দুইয়ে ঢোকার ক্ষেত্রে অভিনবর লড়াই ছিল সেই দিমিত্রির সঙ্গেই। এমনিতে যোগ্যতা অর্জন পর্বে তেমন দাপট দেখাতে পারেননি আসানসোলের এই কিশোর। পঞ্চম হয়ে চূড়ান্ত পর্বে নামেন তিনি। তবে সেখানে অন্য ফর্মে দেখা যায় অভিনবকে। একটা সময় প্রথম স্থানেও চলে গিয়েছিলেন তিনি, দিমিত্রি এবং হিমাংশুকে টপকে। তবে ধারাবাহিকতা হারিয়ে ফের নেমে আসেন তিন নম্বরে। শেষদিকে দিমিত্রির একটা শট বাজে হলেও সেই সুবিধা কাজে লাগাতে পারেননি অভিনব। শেষ পর্যন্ত ২২৮.৪ চার পয়েন্ট নিয়ে তৃতীয় হন তিনি, ০.৯ পয়েন্টে দিমিত্রির থেকে পিছিয়ে পড়ে।

কিছুদিন আগেই কাজাখস্তানের শ্যামখন্দে জুনিয়র এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে সোনা জিতেছেন অভিনব। এবার জুনিয়র শুটিং বিশ্বকাপে এল ব্রোঞ্জ। নিজের পরপর সাফল্যে অখুশি নন অভিনব। দিল্লি থেকে ফোনে বলছিলেন, “ঘরের রেঞ্জে ব্রোঞ্জ পেলাম। সোনা জিততে পারলে আরও ভালো লাগত। তবে আমি হতাশ নই। প্রতিটা প্রতিযোগিতা আমাকে অভিজ্ঞ করছে আগামী লড়াইয়ে জন্য। জুনিয়র বিশ্বকাপ থেকে অনেক কিছু শিখেছি। সেটা পরবর্তীতে কাজে লাগাতে চাই।” আপাতত পরিবারের সঙ্গে পুজোর ছুটি উপভোগ করবেন অভিনব। তারপর জাতীয় পর্যায়ে একাধিক প্রতিযোগিতায় ভালো ফল করার জন্য প্রস্তুতি শুরু করবেন বাংলার এই শুটার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ