Advertisement
Advertisement
Wimbledon

উইম্বলডনে ফের আলকা ‘রাজ’, খেতাবের হ্যাটট্রিকের সামনে স্প্যানিশ তারকা

মাত্র এক সেট খুইয়ে ফাইনালে উঠলেন আলকারাজ।

Wimbledon 2025: Carlos Alcaraz beats Taylor Frits to qualify for Final
Published by: Arpan Das
  • Posted:July 11, 2025 9:42 pm
  • Updated:July 11, 2025 10:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উইম্বলডনের ফাইনালে কার্লোস আলকারাজ। সেমিফাইনালে আমেরিকার টেলর ফ্রিৎজকে উড়িয়ে আরও একবার ঘাসের কোর্টে চ্যাম্পিয়ন হওয়ার সামনে স্প্যানিশ তারকা। আর সেমির লড়াইয়ে তিনি হারালেন মাত্র একটি সেট। আলকারাজ জেতেন ৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৮-৬) ব্যবধানে। এবার চ্যাম্পিয়ন হলে উইম্বলডন জয়ের হ্যাটট্রিক হবে আলকারাজের। যে রেকর্ড এখনও পর্যন্ত আছে মাত্র পাঁচজন টেনিস তারকার।

Advertisement

টানা ২৪টা ম্যাচ জিতে উইম্বলডনের ফাইনালে উঠলেন আলকারাজ। ২ ঘণ্টা ৪৯ মিনিটের ম্যাচে সে অর্থে বড়সড় বিপদের মুখে পড়তে হয়নি। দ্বিতীয় সেটে পিছিয়ে পড়েছিলেন, আবার চতুর্থ সেটেও টাইব্রেকার পর্যন্ত লড়তে হয়েছিল। কিন্তু আলকারাজ ফের বুঝিয়ে দিলেন, কেন ঘাসের কোর্টে তিনি গত দু’বারের চ্যাম্পিয়ন। প্রথম সেট সহজেই ৬-৪ ব্যবধানে জেতেন। দ্বিতীয় সেটে ৫-৭ ব্যবধানে হেরে কিছুটা বিপাকে পড়েছিলেন। তৃতীয় সেটে অবশ্য বেসলাইন থেকে আলকারাজের একের পর এক গোলার মতো শটের ধাক্কা ফ্রিৎজ সামলাতে পারেননি। চতুর্থ সেট গড়ায় টাইব্রেকারে। কিন্তু মাথা ঠান্ডা রেখে দু’বার সেট পয়েন্ট ছিনিয়ে নিয়ে ম্যাচ জিতে নেন আলকারাজ।

ফাইনালে তাঁর সামনে পড়বেন জানিক সিনার ও নোভাক জকোভিচের মধ্যে কোনও একজন। তবে প্রতিপক্ষ যিনিই হোক না কেন, অ্যাডভান্টেজে থাকবেন আলকারাজই। কিছুদিন আগেই ফরাসি ওপেনের ঐতিহাসিক ফাইনালে তিনি হারিয়েছিলেন সিনারকে। সার্বিক পরিসংখ্যানেও ৮-৪ ব্যবধানে এগিয়ে স্প্যানিশ তারকা। জকোভিচের থেকে অবশ্য তিনি ৩-৫ ব্যবধানে পিছিয়ে আছেন। কিন্তু উইম্বলডনের ফাইনালে গত দু’বার আলকারাজ সার্বিয়ার তারকাকেই হারান।

রবিবারের ফাইনালে জিততে পারলে একাধিক রেকর্ড গড়বেন আলকারাজ। পঞ্চম টেনিস প্লেয়ার হিসেবে উইম্বলডন জয়ের হ্যাটট্রিক গড়বেন। অন্যদিকে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পরপর দু’বছর ফরাসি ওপেন ও উইম্বলডন জয়ের রেকর্ড করবেন। যে কৃতিত্ব রয়েছে শুধুমাত্র বিয়ন বর্গের। তবে বর্গ এই রেকর্ড গড়েছিলেন টানা তিনবছর। সেই পথে আলকারাজ এগিয়ে যেতে পারেন কি না, সেটাই দেখার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement