Advertisement
Advertisement
Neeraj Chopra

শনিতে শুরু বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, ফের কবে নাদিমের মুখোমুখি নীরজ?

ভারতীয় অ্যাথলিট নামতে চলেছেন 'বদলা'র লড়াইয়ে।

World Athletics Championships are about to begin, Neeraj Chopra faces Arshad Nadeem again

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:September 12, 2025 6:07 pm
  • Updated:September 17, 2025 5:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার, ১৩ সেপ্টেম্বর জাপানের টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে। ন’দিনের এই প্রতিযোগিতায় ১৯ জন ভারতীয় অ্যাথলিট বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন। সবার নজরে দু’বারের অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া। তিনি এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নামতে চলেছেন ‘বদলা’র লড়াইয়ে।

Advertisement

গত অলিম্পিকে আরশাদ নাদিমের কাছে হেরে সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল নীরজের। এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও পাক জ্যাভলিন থ্রোয়ারের সঙ্গে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দেখা হবে নীরজের। ভারতীয় অ্যাথলিট চাইবেন নাদিমকে টেক্কা দিতে। তাছাড়াও নীরজের প্রতিদ্বন্দ্বী হিসাবে থাকছেন জার্মানির জুলিয়ান ওয়েবারও। জুরিখের ডায়মন্ড লিগে ৯১.৫১ মিটার ম্যামথ থ্রোয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি। সুতরাং বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে লড়াইটা যে সহজ হবে না, তা এখন থেকেই বলে দেওয়া যায়।

নীরজের ম্যাচ রয়েছে বুধবার, ১৭ সেপ্টেম্বর। প্রতিযোগিতা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। পাঁচ বছর আগে এই টোকিওতেই সোনার পদক জিতে অলিম্পিকে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ। প্রসঙ্গত, ভারত এই ইভেন্টে তিনবার পদক জিতেছে। ২০০৩ সালে অঞ্জু ববি জর্জ লং জাম্প, ২০২২ এবং ২০২৩ সালে নীরজ চোপড়া। ভারতীয় অ্যাথলিটরা চাইবেন, পদক সংখ্যাটা আরও বাড়াতে।

উল্লেখ্য, জুরিখের ডায়মন্ড লিগে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল নীরজ চোপড়াকে। শেষ প্রচেষ্টায় ৮৫.০১ মিটার থ্রো করে কোনওক্রমে সম্মান রক্ষা করেছেন ২৭ বছর বয়সি এই অ্যাথলিট। নিজের পারফরম্যান্সে খুশি হতে পারেননি নীরজ নিজেও। বলেছিলেন, “বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে এখনও তিন সপ্তাহ আছে। সেখানে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।” সেই মতোই প্রস্তুতি নিয়েছেন তিনি।

বিশ্ব অ্যাথলেটিক্সে ভারতীয় দল

পুরুষ

  • নীরজ চোপড়া, শচীন যাদব, যশবীর সিং, রোহিত যাদব (জ্যাভলিন)
  • মুরালি শ্রীশঙ্কর (লং জাম্প)
  • গুলবীর সিং (৫০০০ মিটার এবং ১০,০০০ মিটার)
  • প্রবীণ চিত্রভেল, আবদুল্লাহ আবুবকর (ট্রিপল জাম্প)
  • সর্বেশ অনিল কুশারে (হাই জাম্প)
  • অনিমেষ কুজুর (২০০ মিটার)
  • তেজস শিরসে (১১০ মিটার হার্ডলস)
  • সার্ভিন সেবাস্টিয়ান (২০ কিমি রেস ওয়াক)
  • রাম বাবু, সন্দীপ কুমার (৩৫ কিমি রেস ওয়াক)

নারী

  • পারুল চৌধুরী, অঙ্কিতা ধিয়ানি (৩০০০ মিটার স্টিপলচেজ)
  • অণু রানি (জ্যাভলিন)
  • প্রিয়াঙ্কা গোস্বামী (৩৫ কিমি রেস ওয়াক)
  • পূজা (৮০০ মিটার এবং ১৫০০ মিটার)

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement