Advertisement
Advertisement

Breaking News

Archery World Cup

তিরন্দাজির বিশ্বকাপে নয়া নজির, ৭০ বার ‘বুলস আই’ ভেদ করে বিরল রেকর্ড ঋষভ-জ্যোতির

এমন কৃতিত্বের পর বিশ্ব তিরন্দাজ চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করেছেন।

World record in Archery World Cup, Rishabh-Jyoti hit 'bull's eye' 70 times, rare feat

ছবি এক্স

Published by: Prasenjit Dutta
  • Posted:July 9, 2025 2:09 pm
  • Updated:July 9, 2025 4:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদ্রিদে চলছে আর্চারি বিশ্বকাপ। সেখানে বিশ্বরেকর্ড গড়ে দেশের মুখোজ্জ্বল করলেন ঋষভ যাদব এবং জ্যোতি সুরেখা ভেন্নাম। তিরন্দাজির বিশ্বকাপে কম্পাউন্ড মিক্সড ইভেন্টে এই বিরল নজির সৃষ্টি করেছেন তাঁরা। দুই তিরন্দাজ মোট ৭০ বার ‘বুলস আই’ ভেদ করে সংগ্রহ করেছেন ১৪৩১ পয়েন্ট। যা একটি বিশ্বরেকর্ড।

Advertisement

এক্ষেত্রে ঋষভ এবং সুরেখা ভেঙে দিয়েছেন ডেনমার্কের তানজা গেলেনথিয়েন ও মাথিয়াস ফুলেরটনের নজির। ২০২৩ সালে ইউরোপীয় গেমসে ১৪২৯ পয়েন্ট অর্জন করেছিলেন তাঁরা। পুরুষদের কম্পাউন্ড যোগ্যতা অর্জনের রাউন্ডে শীর্ষস্থান অর্জন করেন ঋষভ যাদব। ৭২ বারের মধ্যে ৬৮ বার ১০ পয়েন্ট স্কোর করেন তিনি। এরমধ্যে ৩৫ বার ভেদ করেন বুলস আই। এটি কোনও আন্তর্জাতিক ইভেন্টে তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্যান্স। আপাতত বছরটা দুর্দান্ত কাটছে ঋষভের। মে মাসে সাংহাই লেগে তিনি দেশের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

অন্যদিকে, মহিলাদের কম্পাউন্ড ইভেন্টে যোগ্যতা অর্জন কাউন্ডে ৭১৫ পয়েন্ট স্কোর করেছেন জ্যোতি। তিনিও ঋষভের মতোই ৭২ বারের মধ্যে ৬৮ বার ১০ পয়েন্ট পেয়েছেন। তিনিও ‘বুলস আই’ ভেদ করেছেন ৩৫ বার। ঋষভের মতো এই পারফরম্যান্স জ্যোতিরও ব্যক্তিগত সেরা।

এমন ধারাবাহিকতায় খুশি ঋষভ। তিনি বলেন, বিশ্বরেকর্ডের পর ঋষভ বলেন, “এখন আমরা চতুর্থ স্টেজে আবার একসঙ্গে খেলছি। দু’জনেই ভালো খেলেছি। ধারাবাহিকতা বজায় রাখতে পেরে খুশি। আগামী অলিম্পিকে কম্পাউন্ট মিক্সড টিম ইভেন্ট রয়েছে। এই সাফল্যে আমাদের আত্মবিশ্বাস বাড়বে। এই বছরের শুরুতে আমরা ফ্লোরিডাতেও সোনা জিতেছিলাম। এরপর দু’টো ইভেন্টে নামিনি। আবার একসঙ্গে খেলব ভেবে ভালো লাগছে। দু’জনই ভালো খেলেছি।”

জ্যোতি আগের তিনটি বিশ্বকাপে শীর্ষ স্থান অর্জন করতে পারেননি। এবার সেই স্বপ্ন পূরণ হয়েছে। তাঁর কথায়, “এই বছরটা ভালো খেলেছি। তবুও মনে হচ্ছিল, কোথাও একটা সমস্যা হচ্ছে। কিন্তু সকালের অনুশীলনের পর থেকে মনে হচ্ছিল ছন্দে রয়েছি। এই ছন্দ আমি কোর্টেও বজায় রাখতে চেয়েছিলাম। আগামিদিনেও আশা করি ভালো খেলব।” উল্লেখ্য, এমন কৃতিত্বের পর ঋষভ এবং জ্যোতি ২০২৫ সালের গোয়াংজু বিশ্ব তিরন্দাজ চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করেছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement