Advertisement
Advertisement
Brij Bhushan Singh

এই না হলে দাপট! সেই ব্রিজভূষণের বাড়িতেই ফিরল দেশের কুস্তি ফেডারেশনের অফিস

ক্রীড়ামন্ত্রকের নিষেধাজ্ঞার জন্য নতুন বাড়ি খুঁজে পাচ্ছেন না, সাফাই ফেডারেশন কর্তাদের।

Wrestling Federation Of India Returns to the house of former chief Brij Bhushan Sharan Singh

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:February 7, 2025 4:56 pm
  • Updated:February 7, 2025 4:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই ব্রিজভূষণ সিংয়ের বাড়িতেই ফিরল কুস্তি ফেডারেশনের অফিস। যার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন দেশের কুস্তিগিররা। ফেডারেশন কর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, নতুন বাড়িতে স্থানান্তরিত করা হবে WFI-র অফিস। কিন্তু সেই কথা রাখতে পারলেন না তাঁরা। আর ফেডারেশনের উপর ক্রীড়ামন্ত্রকের নিষেধাজ্ঞাকেই ঢাল করা হচ্ছে।

তারপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, এতটাই দাপট প্রাক্তন কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতির? নাকি ফেডারেশন কর্তাদের ব্যর্থতা যে একটা নতুন বাড়ি খুঁজে পেলেন না তাঁরা? ফলে যে বাড়িতে যৌন হেনস্তার অভিযোগ রয়েছে, সেই ২১, অশোকা রোড, জনপথ থেকেই ফের চলবে দেশের কুস্তি সংক্রান্ত যাবতীয় কাজকর্ম।

এক ফেডারেশন কর্তার বক্তব্য, “নিউ দিল্লিতে ব্রিজভূষণের বাড়িতেই ফের কুস্তি সংস্থার অফিস ফিরেছে। ক্রীড়ামন্ত্রকের নিষেধাজ্ঞার জন্য আমরা নতুন বাড়ি খুঁজে পাইনি। কেউ আমাদের বাড়ি দিতে রাজি নয়।” অথচ ফেডারেশন কর্তারা বলেছিলেন, ফেব্রুয়ারির মধ্যে নতুন অফিসে চলে যাবেন তারা।

উল্লেখ্য, ২০২৩-র আগস্টে কুস্তির ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW) সাসপেন্ড করে দেশের কুস্তি ফেডারেশনকে। মূল কারণ ছিল, দীর্ঘদিন ধরেই ফেডারেশনে কোনও নির্বাচিত কমিটি ছিল না। দেশের কুস্তির দায়িত্ব ছিল ভারতীয় অলিম্পিক সংস্থার অ্যাড হক কমিটির হাতে। পরে বছরের শেষের দিকে নির্বাচনের পর ক্ষমতায় আসেন সঞ্জয় সিং। কিন্তু তার আগেই ক্রীড়ামন্ত্রক নিষিদ্ধ করে কুস্তি ফেডারেশনকে। সেই নিষেধাজ্ঞা এখনও ওঠেনি। তার মধ্যেই ব্রিজভূষণের বাড়িতে ফিরল কুস্তি ফেডারেশনের অফিস। সেই সঙ্গে প্রশ্ন, এতটাই অসহায় ফেডারেশন?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement