সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দর্শক বিনোদনের কোনও অভাব নেই পাকিস্তান ক্রিকেট লিগে। ক্রিকেট মাঠে কিছু হোক না হোক, মাঠের বাইরে বিনোদন ভর্তি। ম্যাচ সেরার পুরস্কার হিসেবে হেয়ার ড্রায়ার দেওয়ার ঘটনাও ঘটেছে। এবার সেলিব্রেশন করতে গিয়ে সতীর্থর মুখে চড়ই মেরে বসলেন পাক ক্রিকেটার। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে, পরিচর্চার জন্য মাঠে ডাক্তার পর্যন্ত ডাকতে হয়।
পিএসএলে ম্যাচ চলছিল মুলতান সুলতান বনাম লাহোর কলান্দার্সের। সেখানে জয়লাভ করে রিজওয়ানের দল মুলতান। যা এবারের পিএসএলে তাঁদের প্রথম জয়। প্রথমে ব্যাট করে ২২৯ রান করে তারা। জবাবে লাহোরের ইনিংস থেমে যায় ১৯৫ রানে। ১৫ তম ওভারে স্যাম বিলিংসের উইকেট নেন উবেইদ শাহ। তারপরই সেলিব্রেট করতে যান উসমান খানের সঙ্গে।
হাই ফাই দেওয়ার সময় লাফিয়ে ওঠেন উবেইদ। হাত মেলাতে যান উসমান। কিন্তু একটু বেশি উত্তেজিত হয়ে গিয়েছিলেন পাক বোলার। আনন্দের চোটে হাতে-হাত নয়, সোজা গিয়ে উসমানের মুখে ধাক্কা মারেন। এতটাই জোরে তিনি ধাক্কা মারেন যে, উলটে পড়ে যান মুলতান দলের উইকেটকিপার। কিছুক্ষণের জন্য যেন চোখে সর্ষেফুল দেখেন তিনি।
সঙ্গে সঙ্গে ম্যাচ বন্ধ করে দিতে হয়। চিকিৎসকরা দ্রুত ছুটে আসেন। তবে বড়সড় কোনও ক্ষতি হয়নি। কিছুক্ষণ চিকিৎসার পর উঠে বসেন উসমান। তবে গোটা ঘটনায় হাসির রোল নেটদুনিয়ায়। পাকিস্তান ক্রিকেটে সব সম্ভব। এমনটাই বলছেন নেটিজেনরা।
Update: Everyone is ok 🤗
Khel Khel main 😄 l l— PakistanSuperLeague (@thePSLt20)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.