Advertisement
Advertisement

বিরাটদের নিয়ে ঠাট্টা পাক সমর্থকদের, ক্ষুব্ধ ভারতীয় ভক্তরা

পাকিস্তানে যে বিশ্বকাপ জয়ের মতো উৎসব চলছে, তা এসব পোস্ট না দেখলে বিশ্বাস হত কি?

Pakistan fans mock team India as Pak team overtakes India to become No 1 In Tests
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 26, 2016 7:07 pm
  • Updated:August 26, 2016 7:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০ ওভার হোক বা টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ টিম ইন্ডিয়ার কাছে সবসময়ই পরাস্ত হয়ে বাড়ি ফিরতে হয় পাক যোদ্ধাদের৷ ভারতকে হারানোর ‘মওকা’ প্রতিবারই হাতছাড়া হয়ে যায়৷ মাঠের ভিতর হয়নি৷ তাই দুধের সাধ ঘোলে মেটালেন পাক সমর্থকরা৷ সুযোগ বুঝে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানিকে নিয়ে ঠাট্টায় মাতলেন তাঁরা৷

Advertisement

সম্প্রতি বিরাটদের টপকে টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গিয়েছে পাকিস্তান৷ চিরপ্রতিদ্বন্দ্বীদের খোঁচা মারার এমন ‘মওকা’ পাক সমর্থকরা কি ছেড়ে দেবেন? সোশ্যাল মিডিয়ায় তাই বিরাটদের নিয়ে নানা মজা করলেন তাঁরা৷

বৃষ্টির জন্য ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ তথা শেষ টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছিল৷ আর সেই দৌলতে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান চলে যায় এক নম্বরে৷ এতেই পাক মুলুকে খুশির আমেজ৷

মিসবারা এক নম্বরে পৌঁছনোর পরই দ্বিধা-বিভক্ত হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া৷ রাজার আসনে বসানো হয়েছে পাক অধিনায়ক মিসবা-উল-হককে৷ আরেকটি মেমে-তে আবার বিরাটকে ঘাড়ে তুলে মাটিতে ফেলে দিচ্ছেন মিসবা৷ আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, স্মিথ, অ্যালিস্টার কুক, বিরাট কোহলি সবাই মেনে নিয়েছেন মিসবাই সেরা৷ এতে দারুণ চটেছে ভারতীয় ক্রিকেটভক্তরা৷ গত বছর বাংলাদেশের কাছে হারের পর মহেন্দ্র সিং ধোনির কাটা মুন্ড হাতে দেখা গিয়েছিল তাসকিনকে৷ এভাবে ছবি এডিট করায় দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছিল৷

দল শীর্ষে গেলে আনন্দ হয় ঠিকই৷ কিন্তু পাকিস্তানে যে বিশ্বকাপ জয়ের মতো উৎসব চলছে, তা এসব পোস্ট না দেখলে বিশ্বাস হত কি?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement