সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও ওলিম্পিকে পদকজয়ী দীপা, সাক্ষীদের হাতে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ ঘোষণা হয়েছিল আগেই৷ আজ ক্রীড়া দিবসে রাষ্ট্রপতি ভবনে দেশের সেরা অ্যাথলিটদের হাতে এই সম্মান তুলে দেওয়া হল৷
দীপা ও সাক্ষীদের হাতে খেলরত্ন তুলে দেওয়ার পাশাপাশি সম্মান জানানো হল কোচদেরও৷ দীপার সাফল্যের নেপথ্যে থাকা কোচ বিশ্বেশ্বর নন্দীকে এদিন তুলে দেওয়া হল দ্রোণাচার্য পুরস্কার৷ বিরাট কোহলি ও ইশান্ত শর্মার কোচ রাজ কুমার শর্মাকেও সম্মানিত করা হল৷ রিওতে নজর কাড়া অ্যাথলিট ললিতা বাবর-সহ বেশ কয়েকজন অ্যাথলিটের হাতে হাতে তুলে দেওয়া হল অর্জুন পুরস্কার৷ এদিন সম্মানিত হওয়ার পর উচ্ছ্বসিত দীপা৷ জানিয়েছেন, নিজে সম্মান পেয়ে তো খুশি হয়েইছি, আরও ভাল লাগছে আমার কোচকে সম্মান জানানো হয়েছে বলে৷
Delhi: President Mukherjee presents Rajiv Gandhi Khel Ratna award to Rio Olympics bronze medallist Sakshi Malik
— ANI (@ANI_news)
খেলরত্ন- পি ভি সিন্ধু (ব্যাডমিন্টন), সাক্ষী মালিক (কুস্তি), দীপা কর্মকার (জিমন্যাস্টিক্স), জিতু রাই (শুটিং)
দ্রোণাচার্য- নাগাপুরি রমেশ (অ্যাথলিট), সাগর মাল ধবল (বক্সিং), বিশ্বেশর নন্দী (জিমন্যাস্টিক্স), রাজ কুমার শর্মা (ক্রিকেট), মহাবীর সিং (কুস্তি, জীবনকৃতী)
Raj Kumar Sharma (Coach of Virat Kohli and Ishant Sharma) conferred with Dronacharya award by President Mukherjee
— ANI (@ANI_news)
অর্জুন- রজত চৌহান (তিরন্দাজি), ললিতা বাবর (অ্যাথলেটিক্স), অজিঙ্ক রাহানে (ক্রিকেট), সুব্রত পাল (ফুটবল), রানি (হকি), ভি আর রঘুনাথ (হকি), গুরপ্রীত সিং (শুটিং), অপূর্বী চান্ডেলা (শুটিং), সৌম্যজিত ঘোষ (টেবল টেনিস), ভিনেশ ফোগাট (কুস্তি), অমিত কুমার (কুস্তি), সন্দীপ সিং মন (প্যারা অ্যাথলিট), বীরেন্দ্র সিং (কুস্তি, ডেফ), শিব থাপা (বক্সিং), সৌরভ কোঠারি (বিলিয়ার্ডস)
Delhi: Rio Olympics Silver Medallist PV Sindhu has been conferred with Rajiv Gandhi Khel Ratna Award.
— ANI (@ANI_news)
ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড- সত্তি গীতা (অ্যাথলেটিক্স), সিলভানাস ডুং ডুং (হকি), রাজেন্দ্র প্রহ্লাদ শেলকে (রোয়িং)
মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি- পাঞ্জাবি বিশ্ববিদ্যালয়, পাতিয়ালা
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.