Advertisement
Advertisement

Breaking News

কোয়েস

সুপার কাপ খেলবে না ইস্টবেঙ্গল, কর্তাদের জানিয়ে দিল কোয়েস

ক্লাবের জোট ভাঙা সম্ভব নয়, সিদ্ধান্ত কোয়েসের।

Quess East Bengal FC will not participate in Super Cup
Published by: Subhajit Mandal
  • Posted:March 28, 2019 7:51 pm
  • Updated:March 28, 2019 7:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপার কাপ খেলা নিয়ে ইস্টবেঙ্গল আর কোয়েসের মধ্যেকার দ্বন্দ্ব নতুন মোড় নিল। সুপার কাপ খেলবে না ইস্টবেঙ্গল। বোর্ড মিটিং শেষে কর্তাদের এমনটাই জানিয়ে দিচ্ছে কোয়েস। মিটিংয়ে কোয়েসের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেহেতু ইস্টবেঙ্গল আইলিগের ক্লাবগুলির জোটে রয়েছে, তাই কোয়েসের পক্ষে সেই জোট ভেঙে বেরিয়ে আসা সম্ভব নয়। তাই, সুপার কাপ বয়কট করাটাই একমাত্র রাস্তা।

Advertisement

[আরও পড়ুন:  বিতর্কের কেন্দ্রে অনুশীলনের মাঠ, আরও তীব্র ইস্টবেঙ্গল-কোয়েস লড়াই]

সুপার কাপ খেলা নিয়ে কোয়েস আর ইস্টবেঙ্গলের মধ্যে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছে। মোহনবাগান-সহ আই লিগের অন্য ক্লাবগুলির সঙ্গে জোট বেঁধে সুপার কাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে কোয়েস। ফেডারেশন আই লিগের ক্লাবগুলিকে বঞ্চনা করছে এই অভিযোগ তুলে সুপার কাপ বয়কট করছে আই লিগের অধিকাংশ ক্লাব। কিন্তু ইস্টবেঙ্গল কর্তাদের দাবি, ক্লাবের ঐতিহ্যের কথা মাথায় রেখে ইস্টবেঙ্গলের এই টুর্নামেন্ট খেলা উচিত।

এই পরস্পর বিরোধী অবস্থানই একসময় দ্বন্দ্বে গিয়ে দাঁড়ায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে কোয়েস দলকে খেলাতে না চাইলে বিকল্প হিসেবে ইস্টবেঙ্গল বোর্ড প্রেসিডেন্ট একাদশ নামে দলকে সুপার কাপে খেলানোর পরিকল্পনা করেন কর্তারা। আলাদা দল তৈরি করা হয়, কোচও নিয়োগ করা হয় বোর্ড প্রেসিডেন্ট একাদশের। অন্যদিকে, কোয়েস কর্তারা সুপার কাপ খেলতে না চাইলেও কোচ আলেজান্দ্রো প্রস্তুতি সেরে নিচ্ছেন। যদি, শেষ মুহূর্তে খেলতে হয় সেকথা ভেবে। যার ফলে, একই সঙ্গে ইস্টবেঙ্গলের দুটি দল সুপার কাপের জন্য প্রস্তুতি নিচ্ছিল।

[আরও পড়ুন: টাকা নেই, জার্সি বেচে নির্বাচনী লড়াইয়ে ‘পাহাড়ি বিছে’ বাইচুং]

এই পরিস্থিতিতে বেঙ্গালুরুতে বৃহস্পতিবারের বোর্ড মিটিং খুব গুরুত্বপূর্ণ ছিল। মিটিং শেষে কর্তাদের জানিয়ে দেওয়া হল, সুপার কাপে খেলা সম্ভব নয়। তবে, ক্লাব আইএসএলে খেলার জন্য বিড করবে যদি, আর্থিকভাবে সব শর্ত গ্রহণযোগ্য হয়। কোয়েস জানিয়েছে, এই বৈঠকের সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটিকে জানিয়ে দেওয়া হবে। এবং এনিয়ে আরও আলোচনা করা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement