ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮ সালের ১৪ ডিসেম্বর। বিবাহবন্ধনে জড়িয়েছিলেন দুই ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল (Saina Nehwal) এবং পারুপল্লি কাশ্যপ। কিন্তু দীর্ঘ সাত বছরের দাম্পত্যে ইতি পড়ল। তাঁদের বিবাহবিচ্ছেদের (Divorce) কথা জানালেন অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী শাটলার সাইনা।
ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘জীবন মাঝেমাঝে আমাদের বিভিন্ন দিকে নিয়ে যায়। অনেক কিছু ভেবে পারুপল্লি কাশ্যপ এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পরস্পরের জন্য শান্তি, বৃদ্ধি এবং নিরাময়কে বেছে নিচ্ছি। স্মৃতিগুলির জন্য কৃতজ্ঞ। ভবিষ্যতের জন্য শুভকামনা ছাড়া আর কিছুই চাওয়ার নেই। আমাদের বোঝার জন্য গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ।’
২০০৫ থেকেই গোপীচাঁদ অ্যাকাডেমিতে একসঙ্গে অনুশীলন করতেন সাইনা-কাশ্যপ। প্রায় এক দশকের প্রেমের পরেই জীবনের ডাবলস ইনিংস শুরু করেছিলেন তাঁরা। সেই ‘সুন্দর’ সম্পর্কের হঠাৎ করে এমন পরিণতি কেন, তা ভেবে ‘সারপ্রাইজড’ ভক্তরা।
উল্লেখ্য, ২০০৮ সালে বিডব্লিউএফ ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ জয় করেছিলেন সাইনা। এরপর অলিম্পিকে অভিষেক করে কোয়ার্টার ফাইনালে উঠে প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসেবে নজির গড়েন তিনি। চার বছর পর তিনি প্রথম অলিম্পিক পদক পান। এর আগে অবশ্য অর্জুন পুরস্কার (২০০৯) এবং রাজীব গান্ধী (২০১০) খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন তিনি। একমাত্র ভারতীয় মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছেছিলেন সাইনা।
অন্যদিকে, ২০১২ সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন কাশ্যপ। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে তিনি প্রথম ভারতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে পুরুষদের সিঙ্গেলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছান। ২০১৪ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে তিনি স্বর্ণপদক জিতেছিলেন। ২০১৩ সালে কেরিয়ারের সর্বোচ্চ বিশ্ব র্যাঙ্কিং ৬ নম্বরে পৌঁছেছিলেন তিনি। ২০২৪ সালে অবসর নেওয়ার পর কোচিংয়ে মনোনিবেশ করেন তিনি। এই তারকা যুগলের জীবনের ডাবলস ইনিংসের সমাপ্তির খবর তাঁদের শুভানুধ্যায়ীদের কাছে একেবারেই প্রত্যাশিত ছিল না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.