সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘যে মেঘ গর্জায় বেশি, তা বর্ষায় কম’- চলতি এই প্রবাদটি রবিবার এজবাস্টনে ভারত-পাকিস্তান ম্যাচের ক্ষেত্রে সবদিক থেকেই মানানসই। দু’দেশের সমর্থকরা যতটা আশা করেছিলেন, তার সিকিভাগ উত্তেজনাও মিলল না। একপেশে লড়াইয়ে ১২৪ রানে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারাল টিম ইন্ডিয়া। তবে মাঠের বাইরেও একটি চাপা লড়াই চলছিল দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় ও বীরেন্দ্র শেহবাগের মধ্যে। ঝগড়ার ঢঙে মশকরাতেই একে অপরকে টেক্কা দিচ্ছিলেন এককালের দুই দুঁদে ক্রিকেটার। ম্যাচের থেকেও সেখানে উত্তেজনা যেন একটু বেশিই ছিল।
ম্যাচ চলাকালীন কমেন্ট্রি বক্সে ধারভাষ্যকারের ভূমিকায় প্রাক্তন ভারত অধিনায়ককে বারবার বেকায়দায় ফেলার চেষ্টা করছিলেন বীরু। কথা ওঠে বিরাট কোহলির রানিং বিটুইন দ্য উইকেটস নিয়ে। সেই প্রেক্ষিতেই বাইশ গজে দাদার দ্রুত দৌড়ের দাবিকে উড়িয়ে দেন শেহবাগ। এক সময় বলেন, সৌরভ সবসময় থার্ডম্যান, লং অনে বল পাঠিয়ে সিঙ্গল নিতেন। অর্থাৎ ঘুরিয়ে তিনি সৌরভের ‘রানিং বিটুইন দ্য উইকেটস’ নিয়েই প্রশ্ন তুলে দেন। কিন্তু উল্টোদিকের ব্যক্তিটি যে সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি কি না স্টিভ ওয়ার মতো দুঁদে অজি অধিনায়ককেও টসের জন্য দাঁড় করিয়ে রাখতে পারেন। বীরুর মন্তব্যের প্রায় সঙ্গেই সঙ্গেই পাল্টা দেন মহারাজও।তাঁর দাবি, এগারো হাজার রান কি তিনি চার-ছক্কা মেরে করেছেন? কেন তাহলে তাঁর দৌড় নিয়ে প্রশ্ন উঠবে! একেবারে পরিসংখ্যান তুলে ধরে তিনি শেহবাগকে পাল্টা বলেন, ‘তুমি তো একরান নিতেই না। সবসময় চার-ছয়ে রান করতে। এক রানকে দু’রান, দু’রানকে তিনরানে পরিণত করা, এগুলি তো করতেই না। সবার সামনে তোমাকে স্বীকার করতে হবে যে তুমি ভুল মন্তব্য করেছ।’
মুখের ওপর মোক্ষম জবাব পেয়ে কতক্ষণ আর চুপ করে থাকবেন বীরু। বাইশ গজে যেভাবে খেলতেন, সেভাবেই তো এখনও চালিয়ে খেলেন। এরপর ‘দাদা’কে মোক্ষম জবাব দিতে নিজের টুইটার হ্যান্ডেলে একটি টুইট করেন ‘নজফগড়ের নবাব’। সঙ্গে সৌরভের একটি ছবিও পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে মেঝেতেই শুয়ে পড়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। শুধু সৌরভ নন, প্রাক্তন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্নও ছাড় পাননি বীরুর রসিকতা থেকে। ওয়ার্নের ঘুমিয়ে থাকা অবস্থাতে তোলা একটি ছবিও পোস্ট করেন। এর সঙ্গে টুইট করে লেখেন, ‘এই কিংবদন্তিরা এখন ঘুমানোর মজা নিচ্ছেন।’
The future is shaped by one’s dreams. These legends still don’t waste time in following their dreams. Sone ka Maza
— Virender Sehwag (@virendersehwag)
এখন দেখার বীরুর এই রসিকতার জবাব কীভাবে দেন সৌরভ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.