Advertisement
Advertisement

পাকিস্তানকে শুভেচ্ছা জানানোয় মীরওয়াইজকে সবক শেখালেন গম্ভীর

অনেকই বলছেন, বিচ্ছিন্নতাবাদীকে যোগ্য জবাব দিয়েছেন গম্ভীর।

Separatist Mirwaiz Congratulates Pak, Gautam Gambhir reacts like a boss
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 19, 2017 4:21 am
  • Updated:June 19, 2017 4:21 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পাকিস্তানের হয়ে গলা ফাটাল কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য পাকিস্তানকে শুভেচ্ছা জানানোয় সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়ল হুরিয়ত নেতা মীরওয়াইজ উমর ফারুক। কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদকে ইন্ধন দেওয়ার জন্য কুখ্যাত এই হুরিয়ত নেতা আওয়ামি অ্যাকশন কমিটির চেয়ারম্যান। বহুবার বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে উঠে এসেছে তার নাম। এবার পাকিস্তানকে শুভেচ্ছা জানাতেই ভারতীয় ব্যাটসম্যান তথা কলকাতা নাইট রাইডার্স টিমের ক্যাপ্টেন গৌতম গম্ভীরের রোষের মুখে পড়ে মীরওয়াইজ। টুইটেই মীরওয়াইজকে সবক শেখান গম্ভীর। তাকে পরামর্শ দেন, ‘বর্ডার পার করে পাকিস্তানে গেলেই তো পার?’ এই ঘটনায় সোমবার সকাল থেকেই শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। গম্ভীরের টুইটটি ৪ হাজারেরও বেশি রিটুইট হয়েছে। অনেকই বলছেন, বিচ্ছিন্নতাবাদীকে যোগ্য জবাব দিয়েছেন গম্ভীর।

Advertisement

 

গতকাল ফাইনাল ম্যাচ শেষ হতেই প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য পাকিস্তান ক্রিকেট টিমকে শুভেচ্ছা জানিয়ে টুইট করে মীরওয়াইজ। লেখেন, ‘আতশবাজি ফাটছে সর্বত্র। মনে হচ্ছে, ইদ আগেই চলে এসেছে। ভাল টিমই জিতেছে। পাকিস্তান টিমকে শুভেচ্ছা।’ এমন মন্তব্য আর সহ্য করতে পারেননি গম্ভীর। মীরওয়াইজকে উদ্ধৃত করে এবার টুইট করেন তিনি। লেখেন, ‘মীরওয়াইজকে পরামর্শ, বর্জান পার করে পাকিস্তানে যাচ্ছ না কেন? সেখানে ভাল চিনা আতশবাজি, ইদের আনন্দ পাবে। গোছগাছ করতে আমি সাহায্য করব।’ ব্যস, এতেই বিতর্ক ছড়ায়। অজস্র ভারতীয় গম্ভীরের পাশে দাঁড়িয়ে টুইটারে মীরওয়াইজের মুণ্ডপাত করেন। তবে এটাই প্রথম নয়, এরা আগে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোয় পাকিস্তান টিমকে শুভেচ্ছা জানিয়েছিল মীরওয়াইজ।

সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানকে খোরাক করার জন্য বেশ নামডাক রয়েছে বীরেন্দ্র শেহবাগ ও গৌতম গম্ভীরের। পাকিস্তানিদের নোংরা আক্রমণের বহুবার জবাব দিয়েছেন তাঁরা। এবার বিচ্ছিন্নতাবাদী নেতাও গম্ভীরের হাত থেকে রেহাই পেল না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস